সোমবার, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পেকুয়ায় মাতামুহুরি নদী থেকে কিশোরে লাশ উদ্ধার

নুর মুহাম্মদ, কক্সবাজার জেলা প্রতিনিধি।।

কক্সবাজারে পেকুয়ায় মাতামুহুরি নদী থেকে মোহাম্মদ মজিব (১৭) নামের কিশোরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) সকালে পেকুয়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সৈকত পাড়া নামক স্থানে মাতামুহুরি নদীতে স্থানীয়রা ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

লাশের পরিচয় নিশ্চিত করে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার কফিল উদ্দিন বলেন, নিহতের নাম মোহাম্মদ মজিব (১৭)। সে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। পেশায় ইজিবাইক (টমটম) গাড়ি চালক। তার পিতা দুবাই প্রবাসী।নিহতের ভাই আবদুল আজিজ বলেন, গতকাল সন্ধ্যা ৭টায় তার সাথে মোবাইলে কথা হয়। সে তখন গাড়ী চালাচ্ছিল। এরপর তার মোবাইল বন্ধ পাওয়া যায়। রাতে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া না গেলে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি করি।আজ ১২ টার দিকে খবর পাই মাতামুহুরি নদীতে তার লাশ ভাসছে। তিনি বলেন, বেশ কিছু দিন ধরে এলাকার কিছু চোর তার গাড়িটি চুরি্করে লাশ গুম করবে বলে হুমকি দেয়। তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পাওয়া যায়। এ সময় নদীর পাড়ে রাস্তায় একটি ব্যাটারিবিহীন টমটম গাড়ীও দেখতে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে টমটম গাড়ি চোর সিন্ডিকেট এ ঘটনা ঘটিয়েছে বলে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, স্থানীয়রা একটি লাশ মাতামুহুরি নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পেকুয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে নৌ পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন