রবিবার, ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরনগরীতে শিশু বলৎকারের চেষ্টা, আটক ১

চট্টগ্রামে বন্দর থানাধীন কলসি দীঘির পাড়ে ৯ বছরের শিশুকে বলৎকারের চেষ্টায় ১ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ১১ টায় দিকে এই ঘটনায় ১ জনকে আটক করেছে বন্দর থানা পুলিশ। জানা গেছে, রিপন নামের ওই মোবাইলের দোকানি শিশুটিকে প্রোলভন দেখিয়ে তার দোকানে ঢুকিয়ে শরীরে বিভিন্ন অঙ্গে স্পর্শ করে। শিশুটির শরীরের কাপড় খুলে ফেলে।
বিষয়টি পাশের দোকানী দেখে ফেলে এবং তাকে আটক করে পুলিশে দেয় জনতা।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ সুলতানা এহসান উদ্দিন বলেন, ঘটনাটি জানার পর তাৎক্ষণিক আমরা ছুটে যাই এবং আটক করা হয় দোকানীকে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন