শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

ফিলিস্তিনিকে সংহতি জানিয়ে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ মিছিল

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

গাজায় ইসরাইলী বাহিনীর কাপুরুষোচিত বর্বর হামলায় অকাতরে প্রাণ যাচ্ছে অবুঝ শিশু, নারী, পুরুষ সহ নিরস্ত্র অগণিত মানুষের। বিনা চিকিৎসায় পঙ্গুত্ব বরণ করছে অসংখ্য জনগণ। আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা রেড ক্রিসেন্ট সহ কাউকেই ওষুধ ও খাদ্যের যোগান এবং ত্রাণ দেওয়ার সুযোগ দিচ্ছে না। অমানবিক ও পৈশাচিক এ আচরণে বিশ্ববাসি আজ হতবাক ও নীরব। মানবাধিকারের রক্ষক হিসেবে খ্যাত জাতিসংঘের কোন নির্দেশনাও নেতা নিয়াহু সহ ফিলিস্তিনী শাসকগোষ্ঠী কর্ণপাত করছে না। বিপন্ন মানবতায় বিশ্ব আজ হতবাক হয়ে চেয়ে রয়েছে। প্রতিকারের কোন যৌক্তিক সমাধান নেই। এমনতর পরিস্থিতিতে অদ্য ১২ এপ্রিল সকাল ১১টায় বাকলিয়া কর্ণফুলী ব্রীজ চত্বরে মার্চ ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন রেজি নং বি ২১৪৮ চট্টগ্রাম জেলা শাখার বিক্ষোভ মিছিলে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এম. নুরুল হুদা চৌধুরী বলেন, বিশ্বজনমত সোচ্চার হয়ে ফিলিস্তিনীর জনগণকে রক্ষা করুন, বিশ্ব মানবিকতা রক্ষা করুন। বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার কার্যকরী সভাপতি মোহাম্মদ নুরুল আলম মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মাঝির সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে আরও বক্তব্য রাখেন বাঁশখালী নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আজগর হোসেন তালুকদার, জেলা কমিটির সম্পাদক মন্ডলী সদস্য যথাক্রমে- মো. নুরুল হোসেন, কামাল মাঝি, রহিম সুকানী, রাজু সুকানী, আকতার মিয়া মাঝি, দানু মিয়া, রুবেল মিয়া, কালু সুকানী, হেলাল উদ্দিন, মো. সবুজ, আবুল কাশেম, লিটন বাবু, কামাল সুকানী, রানা সুকানী প্রমুখ। বক্তারা বলেন, ইসরাইলী পণ্য পরিহার করুন। অবিলম্বে ফিলিস্তানে হামলা বন্ধ কর, করতে হবে। বিশ্ববিবেক আজ জাগ্রত হচ্ছে। মানবতার মুক্তির লক্ষ্যে ইসরাইলের বিরুদ্ধে বিশ্বজনমত অবস্থান নিয়ে ঘৃণিত ইসরাইলী বাহিনীকে নৃশংস বর্বর জাতি হিসেবে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ করবে।

শেয়ার করুন