চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) ডা. বিদ্যুৎ বড়ুয়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজ গভর্নিং বডির সদস্য মনোনীত হয়েছেন বিষয় টি নিশ্চিত করেছেন চমাশিহার ভারপ্রাপ্ত সভাপতি ও কলেজের ভাইস চেয়ারম্যান এসএম মোর্শেদ হোসেন।
চমাশিহামেকের গভর্নিং বডির সদস্য মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন চমাশিহা এর ট্রেজারার মোঃ রেজাউল করিম আজাদ, হাসপাতালের পরিচালনা পরিষদের ডোনার মেম্বার ও নার্সিং ইন্সটিটিউট এবং মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ইঞ্জিঃ মোঃ জাবেদ আবছার চৌধুরী।
লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া গ্রামের সন্তান ডা. বিদ্যুৎ বড়ুয়া ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন।
পরবর্তীতে সুইডেনের কারোলিন্সকা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্য বিষয়ে এমপিএইচ ও এমডি ডিগ্রি অর্জন করেন। তিনি অক্সফাম বাংলাদেশের মেডিকেল কনসালট্যান্ট হিসেবেও নিযুক্ত ছিলেন।
তিনি ২০২০ সালে করোনা মহামারীতে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত করোনা বিশেষায়িত প্রথম ফিল্ড হাসপাতাল ‘চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল’ এর প্রধান উদ্যোক্তা ও নির্বাহী। এছাড়া তিনি বাসায় পরিপূর্ণ চিকিৎসা সেবা নিয়ে ‘হোম হাসপাতাল’ এর প্রধান উদ্যোক্তা।
তিনি ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য।