বৃহস্পতিবার, ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

আজিমপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন রোটারিয়ান মোশাররফ হোসাইন

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

আজিমপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও অভিজ্ঞ সংগঠক রোটারিয়ান মোশাররফ হোসাইন। এই মনোনয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে এক নতুন আশার সঞ্চার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী মোশাররফ হোসাইন বর্তমানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন।সমাজসেবায় তার উল্লেখযোগ্য ভূমিকা:সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি, সন্দ্বীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম,সাবেক প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকাসাবেক সভাপতি, সন্দ্বীপ গণউন্নয়ন পরিষদ, চট্টগ্রাম সাবেক সদস্য, কার্যনির্বাহী কমিটি, মুসলিম এডুকেশন সোসাইটি, চট্টগ্রাম দীর্ঘদিন ধরে তিনি সন্দ্বীপবাসীর চিকিৎসা ও মানবিক সহায়তায় এক নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে সুপরিচিত। চিকিৎসা সহায়তা, রোগী পরিবহন, হাসপাতালে ভর্তি এবং নানা সংকটে মানুষের পাশে দাঁড়ানোয় তার ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত।

বিদ্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে, আজিমপুর উচ্চ বিদ্যালয় গত কয়েক বছর ধরে নানা প্রশাসনিক ও অবকাঠামোগত সমস্যার সম্মুখীন ছিল। নতুন সভাপতির আগমনে এসব সমস্যার নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষক ও অভিভাবক মহল।বিদ্যালয়ের সভাপতি হিসেবে রোটারিয়ান মোশাররফ হোসাইনের মনোনয়নকে সময়োপযোগী এবং যৌক্তিক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট সকলে। তার মানবিকতা,দক্ষ নেতৃত্ব ও সততার কারণে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রশাসনিক পুনর্গঠন ও উন্নয়ন কার্যক্রমে নতুন গতির সৃষ্টি হবে বলে এলাকাবাসীর প্রত্যাশা।

এমন একজন প্রতিশ্রুতিশীল ব্যক্তিত্বকে সভাপতি হিসেবে পেয়ে আজিমপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।শিক্ষা, স্বাস্থ্য ও সমাজকল্যাণে তার অগ্রণী ভূমিকা আগামী দিনে আজিমপুর হাই স্কুলের জন্য একটি নতুন সফলতার অধ্যায় রচনা করবে—এমনটাই বিশ্বাস শিক্ষানুরাগী মহলের।

নবনির্বাচিত সভাপতি মোশাররফ হোসেন বলেন, শিক্ষকতা কোনো চাকরি নয়, এটি একটি মহান পেশা। শিক্ষকতা শুধু একটি কাজ বা পেশার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি ব্রত, একটি মহান দায়িত্ব। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, যারা একটি জাতিকে সঠিক পথে পরিচালনা করার জন্য জ্ঞান ও নৈতিকতা শিক্ষা দেন। স্কুলের সকল মেধাবী শিক্ষক ও এলাকার বিশিষ্ট শিক্ষা অনুরাগীদের কে নিয়ে বিদ্যালয়ের একাডেমিক পরিবেশ উন্নয়নের নজর দেওয়ার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন