শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৪ তম বার্ষিক সাধারণ সভা ২৮ জুন শনিবার বিকাল ৩:০০ টার সময় হাসপাতালের লেকচার গ্যালারীতে অনুষ্ঠিত হয়েছে।

হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে সভার শুরুতেই বিগত ১ বছর কার্যকালে যেসকল বিশিষ্ট ব্যক্তিবর্গ, হাসপাতালের আজীবন সদস্য/সদস্যা ও হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী মৃত্যু বরণ করেছেন তাঁদের জন্য শোক প্রস্তাব উত্থাপন করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ডা. এ. কে. এম ফজলুল হক। সভায় ৪৩তম বার্ষিক সাধারণ সভার কার্যনিববরণী উপস্থাপন করা হয় এবং তা অনুমোদিত হয়।

হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারীর পক্ষে ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. জাহিদুল হাসান। প্রতিবেদনে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম বিগত বছর কার্যকালে বিশেষ অর্জন সমূহ আজীবন সদস্য/সদস্যাগণের উদ্দেশ্যে তুলে ধরেন। সভায় কার্যনির্বাহী কমিটির ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ ২০২৪ সালের হাসপাতালের নিরীক্ষা প্রতিবেদন, ২০২৫-২০২৬ সালের বাজেট উপস্থাপন করেন। এছাড়া মেডিকেল কলেজ ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন মেডিকেল কলেজের ২০২৪ সালের নিরীক্ষা প্রতিবেদন ও ২০২৫-২০২৬ সালের বাজেট উপস্থাপন করেন।

সভাতে উভয় অডিট প্রতিবেদন ও বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। ট্রেজারার ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য রহমান রহমান হক এন্ড চার্টার্ড একাউনটেন্ট কোম্পানীকে অডিটর হিসেবে নিয়োগ দেয়ার জন্য সভাতে প্রস্তাব করেন। সভাতে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এরপর উন্মুক্ত আলোচনায় হাসপাতালের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য প্রফেসর ডা. কামরুন নেসা রুনা, হাসপাতালের সাবেক পরিচালক (প্রশাসন) ও আজীবন সদস্য লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম, আজীবন সদস্য শাহ আলম চৌধুরী, মীর মোহাম্মদ মহিউদ্দিন, এমদাদুল আজিজ চৌধুরী, ওয়াজি উল্লাহ বাদল, মোস্তাফিজুর রহমান, মো. আবদুস সবুর, শফিউল হুদা চৌধুরী তুহিন, মো. ফজলুর রহমান মজুমদার, মো. ফজলুল করিম মজুমদার, জহির আহমেদ, এস এম মফিজ উল্লাহ, কাজী বেলাল, প্রফেসর মির্জা মোহাম্মদ শফিউল্লাহ বাবুল, মহিউদ্দিন জিলানী, সালামত আলী, ডা. মো. শাহাদাত হোসেন, মো. শহিদুল ইসলাম প্রমুখ। সভাতে আজীবন সদস্যবৃন্দ হাসপাতালের সেবার মান বৃদ্ধি, আজীবন সদস্য/সদস্যাদের চিকিৎসা সেবা সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি, কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়ে মত প্রকাশ করেন।

জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ আজীবন সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন এবং যেসকল বিষয় সভায় উপস্থাপিত হয়েছে তা পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হওয়ার জন্য এবং বার্ষিক সাধারণ সভা সফল করার জন্য সম্মানিত আজীবন সদস্যগণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ডা. মো. পারভেজ ইকবাল শরীফ, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারী ডা. ফজল করিম বাবুল, ডোনার সদস্য মোহাম্মদ হারুন ইউসুফ, ইঞ্জি. লায়ন মো. জাবেদ আবছার চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তানভীর, প্রফেসর (ডা.) মো. আব্বাস উদ্দিন, মো. সাইফুল আলম, ডা. মো. বেলায়েত হোসেন ঢালী, ডা. মোহাম্মদ সারোয়ার আলম, ডা. মো. ইউসুফ, ডা. শাহনেওয়াজ সিরাজ, মোহাম্মদ আবুল হাশেম, চমাশিহা মেডিকেল কলেজের উপদেষ্টা প্রফেসর (ডা.) এ. এস. এম. মোস্তাক আহমেদ, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডাঃ এ কে এম আশরাফুল করিম প্রমুখ। সভায় বিপুল সংখ্যক আজীবন সদস্য ও দাতা সদস্য অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন