সাপ্তাহিক পূর্বধারা পত্রিকা ও citynewstv24.com সম্পাদক মন্ডলীর চেয়ারম্যান এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের ব্যবহৃত রবি ফোন নং ০১৮১৯-৩১২৩৫৫ নম্বর হ্যাক হয়েছে বলে জানা গেছে। তার নম্বর থেকে পরিচালিত নম্বরের হোয়াটসঅ্যাপ থেকে শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব ও পরিচিত জনের মাঝে ম্যাসেজ করে টাকা চাওয়া হচ্ছে বিভিন্ন ব্যক্তির কাছে,এমন অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী কয়েকজন।
সোমবার (৩০ জুন) সকাল থেকেই এমন কয়েকটি মেসেজ যায় বেশ কয়েকটি নম্বরে।
সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন।বলেন, আমার ব্যবহৃত নম্বরটি হ্যাক হয়েছে নাকি ক্লোন হয়েছে বুঝতে পারছি না। তবে আমাকে অনেকেই জানিয়েছেন, নম্বরটি থেকে বিভ্রান্তিকর মেসেজ পাঠানো হচ্ছে এবং তাদের কাছ থেকে টাকাও চাওয়া হচ্ছে। সংবাদটি জানার পর বন্দর থানায় সাধারণ ডায়েরি করেছি।রবি অফিসের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। কেউ যেন মেসেজ এর মাধ্যমে কারো সাথে আর্তিক লেনদেন না করে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।












