হালিশহর আহমদ মিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।
২৯ জুন ২০২৫ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আবুল কাশেম এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের প্রবিধানমালা ২০২৪ এর প্রবিধান ৬৩ অনুসারে গঠিত কমিটিকে নিম্নোক্ত স্মারক চশিবো/বিদ্যা/চট্ট: মহা:(বন্দর ) /৬১৬/৯৭/(অংশ-১)/৩৫৩৮(২): ইস্যুর তারিখ হইতে দুই বছরের জন্য কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম।
সভাপতির দায়িত্বে থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, অভিভাবক প্রতিনিধি সদস্য মোঃ হানিফ ও মোঃ কামাল উদ্দিন,শিক্ষানুরাগী সদস্য এম এ আজিজ সদস্য সচিব পদাধিকার বলে স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম সিকদার, শিক্ষক প্রতিনিধি সদস্য মোঃ কামাল উদ্দিন,চন্দ্র সাহা ও শাহেদা খানম।

যেসব বিষয় এই কমিটিকে অবশ্যই করতে হবে তাহলো (ক) অনুমোদিত কমিটিকে মেয়াদের মধ্যে প্রবিধানে বর্ণিত ৬৩ আলোকে পরবর্তী কমিটি গঠনের ব্যবস্থা করতে হবে। ( খ) প্রবিধানে ৪২ অনুসারে পঞ্জিকাবর্ষের প্রতি তিন মাসে ম্যানেজিং কমিটির ন্যূনতম একটি সভা করতে হবে ।
( গ) প্রবিধানে বর্ণিত ৫০ এর আলোকে বিদ্যালয়ের হিসাব পরিচালনা করতে হবে।
(ঘ) প্রবিধানের ৪৭ মোতাবেক কমিটির দায়িত্ব পালন করবে।
(ঙ) বিধি মোতাবেক নির্দিষ্ট সময় একাডেমিক স্বীকৃতি নবায়নের ব্যবস্থা করতে হবে।












