শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

চট্টগ্রাম নগরীর আউটার রিং রোডে মাইক্রোবাসের ধাক্কায় ফখরুদ্দীন খান রোহান (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে পতেঙ্গা সংলগ্ন কেপিজেড গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোহান খান নগরীর মধ্যম গোসাইল ডাঙ্গার আমির আলী সওদাগরের বাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে তারা নানা বাড়িতে মায়ের সঙ্গে থাকতো। তার পিতার নাম মোহাম্মদ জসিমউদ্দিন খান। তিনি নগরীর এনায়েত বাজার এলাকার বাসিন্দা।

পরিবার জানায়, গতকাল বুধবার দুপুরে রোহান বাইকের মবিল পাল্টানোর জন্য আরও এক পরিচিত ছোট ভাইকে নিয়ে বড়পুল এলাকায় যান। ফেরার পথে বাইকের তেল শেষ হয়ে গেলে রাস্তার পাশে দাঁড়িয়ে বন্ধুদের সাথে ফোনে কথা বলছিল। হঠাৎ পেছন দিক থেকে ছুটে আসা মাইক্রোবাস ধাক্কা দিলে ছিটকে পড়ে যায় রোহান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কা লেগে রোহান প্রায় ২০ ফুট দূরে গিয়ে পড়ে। তখনও তার মুখে একটাই কথা, আম্মুকে ডাকো। তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর পর হাসপাতালের বারান্দায় বসে কান্নায় ভেঙে পড়েন রোহানের মা।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামির হোসের জিয়া বলেন, ‘ছেলেটি বাইক নিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ একটি মাইক্রোবাস এসে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাইক্রোবাসটির শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন