শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

চট্টগ্রামে ছাত্রদল কর্মী হত্যার প্রধান আসামি ‘ভাইজান’ গ্রেফতার

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

হাটহাজারীর একটি হত্যা মামলার প্রধান আসামি ভাইজান বাহিনীর প্রধান মহিউদ্দিন শিবলু বাচা (৪৫) প্রকাশ ভাইজানকে গ্রেফতার করেছে র‍‍্যাব।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল পাঁচটার দিকে মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা ও বিভিন্ন সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে নগরীর বহাদ্দারহাট এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামি উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ মদন তালুকদার বাড়ির ফরিদ আহাম্মদের পুত্র ভাইজান গ্রুপের প্রধান মহিউদ্দিন শিবলু বাচা প্রকাশ ভাইজানকে গোপন তথ্যের ভিক্তিতে গ্রেফতার করে র‍‍্যাব।

পরে তাকে মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক মোবারক আলম ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে জানান, গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার সকালের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ জুন রাত ১১টার দিকে সন্দ্বীপ কলোনির ফুটবল খেলার মাঠে ভাইজান বাহিনীর ছোড়া গুলিতে গুরুতর আহত হন ওই এলাকার রাজমিস্ত্রি আবুল ফয়েজের পুত্র ছাত্রদল কর্মী মো. আরিফ।

পরে বুধবার ভোর রাতের দিকে নগরীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। এ ঘটনায় তার মা শামছুন্নাহার বেগম বাদী হয়ে ভাইজন বাহিনী প্রধান মহিউদ্দিন শিবলু বাচা প্রকাশ ভাইজানকে প্রধান ও সুনির্দিষ্ট দুইজনসহ ১০ জনের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটিতে ভুট্টু-সুমন গ্রুপের অন্যতম লিডার চসিক ১নং দক্ষিণ পাহাড়তলী সন্দ্বীপ কলোনি আমতলী এলাকার মৃত মুজিবুল হকের ছেলে সুমন ও তার অন্যতম সহযোগী হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের সম্রাট প্রকাশ এলজি সম্রাটসহ অজ্ঞাতনামা ৬-৭ জনকে আসামি করা হয়েছিলো।

শেয়ার করুন