বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‌বি‌শিষ্ঠ ব‌্যবসায়ী মঈন উ‌দ্দিন চৌধুরী আর নেই

নগরীর ৩৮  নং ওয়ার্ডের বি‌শিষ্ট শিল্পপতী মরহুম মু‌ফিজুর রহমান চৌধুরীর ৪র্থ পুত্র বি‌শিষ্ট ব‌‌্যবসায়ী  মোঃ মঈন উদ্দিন চৌধুরী (৫৫ )আজ সন্ধা ৬.৪৫ মি

চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে

 ই‌ন্তেকাল করেন ।ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন মরহু‌মের ছোট ভাই আলহাজ্ব সরফু‌দ্দিন চৌধুরী পুতুল।
 স্বনামধন্য এই ব‌্যবসায়ী মৃত্যুর খবর সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে ছ‌ড়ি‌য়ে পড়লে মুহু‌র্তের ম‌ধ্যে শোকের ছায়া নেমে এসেছে এলাকা ও এলাকার বাই‌রে বি‌শিষ্ঠ ব্য‌ক্তি বর্গের মা‌ঝে।
 ।
শোক বার্তা জ্ঞাপন ক‌রে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। ৩৮ ওয়ার্ড কাউ‌ন্সিলর গোলাম মোহাম্মদ চৌং ,৩৯ নং ওয়া‌র্ডের কাউ‌ন্সিলর হাজ্বী জিয়াউল হক সুমন ,হাজ্বী আসলাম ,৩৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজ্বী হাসান, মহানগর যুবলী‌গের সদস‌্য ৩৮ নং ওয়ার্ডের যুবলী‌গের সভাপ‌তি আবদুল আ‌জিম, বন্দর থানা যুবলী‌গের যুগ্ন সাাধারণ সম্প্দক মোঃ ইউনুচ, ৩৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ শামীম, যুবলীগ নেতা স‌ফি আলম বাদশা ও এম এ হান্নান রুবেল, বি‌শিষ্ট ব‌্যবসায়ী সাইফুল হাসান  সাংবা‌দিক এম এন ইসলাম চৌধুরী র‌কিসহ   বি‌শিষ্ঠ  ব‌ক্তিবর্গ।
মৃতু‌্যকা‌লে স্ত্রী, এক‌ছে‌লে ও এক মে‌য়ে সহ অসংখ‌্য গুনগ্রাহী রে‌খে গে‌ছেন।
আজ রাত ১১.৩০ টা সময় মরহু‌মের নিজ বাড়ী‌তে নামা‌যে জানাযা অনু‌ষ্টিত হওয়ার পর পা‌রিবা‌রিক কবরস্থা‌নে তাঁ‌কে দাফন করা হ‌বে।
শেয়ার করুন