বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উদ্যোক্তা পরিবারের বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

১৭ সেপ্টেম্বর ২১ ইং শুক্রবার বিকেল ৩ টায় নগরীর নাসিরাবাদ হাইড আউট  লাউঞ্জে  উদ্যোক্তা পরিবার’র ১ম বর্ষ পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। দিন ব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজনে প্রাণবন্ত ছিল লাউঞ্জে আলোচনা, আড্ডা, গুণীজন, কণ্ঠশিল্পীদের গানে গানে মুখরিত।

সামাজিক যোগাযোগ মাধ্যম উদ্যোক্তা পরিবারের গ্রুপ এডমিন তাহিয়াত তাবাচছুমের   সভাপতিত্বে এবং মোহাম্মদ ইলিয়াস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা যুগ্ন সচিব মোঃ শহিদুল আলম ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগরীর ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, পাথরঘাটা ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে দাতা সদস্য এবং করোনা ম্যানেজমেন্ট সেলের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরী,  রোটারী ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক,ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী,দৈনিক সাঙ্গুর সাহিত্য সম্পাদক জসীম উদ্দিন চৌধুরী প্রমূখ। এতে প্রায় ১০০জন তরুণ উদ্যোক্তা অংশ নেয়।

এ সময় প্রধান অতিথি শহীদুল আলম বলেন  উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশের আর্থসামাজিক পরিবর্তন সম্ভব।

ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরী বলেন ডিজিটাল প্রযুক্তিতে ই-কমার্স এর মাধ্যমে অনেক নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে ।সরকারের যথাযথ নিয়ম মেনে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কাজ করলে নতুন উদ্যোক্তাদের আগামীর ভবিষ্যৎ স্বপ্ন বিনির্মাণ করা সম্ভব। সাম্প্রতিক ইভ্যালির মত ই কমার্স পদ্ধতি অনুসরণ না করার জন্য উদ্যোক্তা পরিবারের প্রতি আহ্বান জানান।

সংগঠনের সভাপতি তাহিয়াত তাবাচছুম বলেন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশের আর্থসামাজিক পরিবর্তন ও বেকারত্ব দূরীকরণ আমাদের মূল লক্ষ্য। ই-কমার্স এর মাধ্যমে উদ্যোক্তা পরিবারের নারী কিংবা পুরুষ সদস্যরা একই প্লাটফর্মে এসে ব্যবসা করলে উদ্যোক্তাদের বেকার থাকতে হবে না , প্রত্যেকটি মানুষ স্ব স্ব অবস্থান থেকে কাজ করলে সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব।

অনুষ্ঠানের বিকেলের পর্বে চট্টগ্রামের নন্দিত কণ্ঠশিল্পীদের অংশ গ্রহনে বর্ণাঢ্য সাংষ্কৃতিক পরিবেশনা অণুষ্ঠিত হয়। সুরের মূর্চণায় মঞ্চ মাতায় কণ্ঠশিল্পী ইঞ্জিনিয়ার শিলা, গৌতম মজুমদার, পিংকি সোলজার, মৌ চৌধুরী, এস তানিয়া, তানিশা রহমান, নুসরাত জেরিন, বিপাশা ধর বীণা।

শেয়ার করুন