সম্প্রতি অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স-২০২১ এর প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায় সাদার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মধ্যে প্রথমে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ কামরুল এহসান এবং দ্বিতীয় স্থানে রয়েছেন কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, তৃতীয় অবস্থানে রয়েছেন একই বিভাগের সহকারী অধ্যাপক তানজিয়া চৌধুরীসহ অন্যান্য বিভাগ মিলে মোট সাতজন ।
তালিকায় স্থান পাওয়া সাদার্ন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য গবেষকেরা হলেন- প্রয়াত অধ্যাপক ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, অধ্যাপক সরোয়ার জাহান, সহকারী অধ্যাপক হৃষী রক্ষিত, ও সহকারী অধ্যাপক তাসনিমা জান্নাত ।
অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স-২০২১ এর প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় হইতে সাদার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্থান পাওয়াতে সাদার্ন ইউনিভার্সিটি পরিবারবর্গ ও ছাত্র-ছাত্রীদের মাঝে বেশ আনন্দ উল্লাস বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বসেরা গবেষকদের তালিকা ছড়িয়ে পড়লে বিভিন্ন গবেষক ও শিক্ষানুরাগীদের পক্ষ থেকে অভিনন্দন বার্তায় সিক্ত হন তিনি।
সাদার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স বিভাগে অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম ২০০৯ সালে প্রভাষক হিসাবে যোগদান করেন ,তাঁর মেধা ও কর্মদক্ষতায় শিক্ষাকার্যক্রমে অন্যান্য অবাদান রাখায় ২০১৪ সালের সহকারী অধ্যাপক হিসাবে পদোন্নতি দেওয়া হয়। সততা আর নিষ্টার সাথে দীর্ঘ ৮ বছর এই পদে পাঠদান করার পর ওই ডিপার্টমেন্টর প্রধান হিসাবে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয় ।
গবেষণালব্ধ মনোনিবেশে ইতিমধ্যে সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলমের জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ২২ টিরও অধিক গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।
সাদার্ন ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান বিভাগে দীর্ঘ ১৩ বছর ধরে প্রথমে প্রভাষক পরে সহকারী অধ্যাপক হিসাবে বেশ সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছিলেন। ছাত্রদের অত্যান্ত প্রিয় মুখ মোঃ জাহাঙ্গীর আলম স্যার । বেসরকারি সাদার্ন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান থেকে তাঁর অনেক ছাত্র ছাত্রী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করে দেশ বিদেশে বিভিন্ন প্রতিষ্টানে কর্মরত রয়েছেন।
এছাড়া বিশ্বসেরা গবেষকদের তালিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) ৫৬ জন শিক্ষক স্থান পেয়েছেন। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, বিশ্বসেরা গবেষকের তালিকায় মোট ৭ লাখ ৯ হাজার ৬৬৩ জন এবং বাংলাদেশ থেকে ১ হাজার ৭৯৮ জন গবেষক রয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রয়েছেন ৫৬ জন।
র্যাংকিংয়ে ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। গবেষকদের গুগল স্কলারের রিসার্চ, প্রোফাইলের বিগত ৫ বছরের এইচ-ইনডেক্স, আই ১০ ইনডেক্স স্কোর এবং সাইটেশনের ওপর ভিত্তি করে তালিকাটি প্রকাশ করে এডি সায়েন্টিফিক ইনডেক্স। তালিকায় চবির গবেষকদের মধ্যে প্রথমে রয়েছেন চবি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমগীর। চবির মধ্যে দ্বিতীয় ও তৃতীয় অবস্থান রয়েছেন কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসাইন এবং মেরিন সাইন্স ইনস্টিটিউটের অধ্যাপক এম শাহাদাত হোসাইন।
তালিকায় পর্যায়ক্রমে স্থান পাওয়া চবির অন্যান্য গবেষকরা হলেন, এম জামাল উদ্দীন আহমেদ, রেজাউল আজিম, আতিয়ার রাহমান, এ কে এম মাইনুল হক মিয়াঁজি, ফাহিম ইরফান আলম, মোহাম্মদ মোশারফ হোসাইন, দানেশ মিয়া, এস এম শরিফুজ্জামান, এস এম আবু কাউসার, মীর মুহাম্মদ নাসির উদ্দীন, ফজলুল কাদের, আদনান মান্নান, শেখ বখতিয়ার উদ্দীন, আবু শাদাত মোহাম্মদ নোমান, মোহাম্মদ মাহবুবুল মতিন, মোহাম্মদ নাসির উদ্দীন, শামিম আখতার, আফতাব উদ্দীন, ইয়াসমিন আলী, আমিনুল ইসলাম চৌধুরী, সাইদুর রহমান চৌধুরী, নিজাম আহমেদ, মোহাম্মদ মুরশেদুল হক, মোশারফ হোসেন ভুইয়াঁ, আখতার হোসেন, শহীদুর রহমান, মোহাম্মদ মনিরুল ইসলাম, হানিফ সিদ্দিকী, মোহাম্মদ কামরুল হোসাইন, মোহাম্মদ নুরুল আজীম শিকদার, মোহাম্মদ মোরশেদুর রহমান, আখতার হোসাইন, শেখ আফতাব উদ্দীম, মোহাম্মদ আল-ফোরকান, ফয়সাল ইসলাম চৌধুরী, রুদ্র প্রতাপ দেবনাথ, মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, আলক পাল, নিহাদ করিম চৌধুরী, রাসেদ রাফি, শ্রীকান্ত চৌধুরী, এস এম রফিকুল ইসলাম, তৌহিদ হোসাইন, অলী আহমেদ, শামিনা ফেরদৌসি, লু-লু ওয়াল মারজান, লায়লা খালেদা, আব্দুল্লাহ আল ফারুক, মোহাম্মদ আতিকুর রহমান।
সংবাদটির পাঠক সংখ্যা : ৮৩