শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

চমাশিহায় জরায়ু মুখ ক্যান্সার সচেতনতা সপ্তাহ পালন

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল গাইনি এন্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সিরাজুননুর রোজি সভাপতিত্বে ও গাইনি এন্ড অবস বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার ফারাহ নাজ মাবুদ সিলভীর সঞ্চালনায় জরায়ু ক্যান্সার সচেতনতা সপ্তাহ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল  নবনির্মিমিত ভবনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খান।
বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের        কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম   মোরশেদ হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরী, জেনারেল সেক্রেটারি  মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি সহকারী প্রফেসর ডাক্তার কামরুুন নহার দস্তগীর, জয়েন্ট ট্রেজারার এস এম কুতুবউদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি মোঃ সাগীর, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক কামরুন্নেসা রুনা ও এ এস  এম জাফর প্রমুখ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতাল পরিচালক প্রশাসন ডাক্তার মোঃ  নুরুল হক,উপ পরিচালক প্রশাসন মোঃ মোশারফ হোসেন, উপ-পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার এ কে এম আশরাফুল করিম, ওজিএসবির প্রেসিডেন্ট প্রফেসর রওশন মোরশেদ ,প্রফেসর তাহেরা বেগম,সহযোগী অধ্যাপক ডাক্তার আদিবা মালিক, ডাক্তার সাবিনা ইয়াসমিন, ডাক্তার শাহনাজ শারমিন,সহকারী অধ্যাপক ডাক্তার আকলিমা সুলতানা লিজা ও ডাক্তার সালমা আক্তার শিমু, বিভাগের সকল  সহযোগী অধ্যাপক,সহকারী অধ্যাপক,সহকারী রেজিস্ট্রার, মেডিকেল অফিসার,ইন্টার্ন চিকিৎসক বৃন্দ,নার্স সহ আগত রোগীরা উপস্থিত ছিলেন।
সাধারণত জরায়ু সংক্রমণের আশঙ্কা থাকে বিবাহিত মহিলা, অল্প বয়সে বিয়ে, শারীরিক সম্পর্ক( ১৮ বছর পূর্বে), অল্প বয়সে গর্ভধারণ ও সন্তান প্রসব( ২০ বছর পূর্বে), ঘন ঘন ও অধিক সন্তান প্রসব, অপুষ্টি ও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর জীবনযাপন ,যারা ধূমপান করেন, স্বামী একাধিক মহিলার সাথে শারীরিক সম্পর্ক ,নারীদের একাধিক পুরুষের সাথে শারীরিক সম্পর্ক ,যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল ,যারা জরায়ু মুখ ক্যান্সার পরীক্ষা করেন না মূলত তাদের এই রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
অনুষ্ঠানে বক্তারা জরায়ু ক্যান্সার সচেতনতার লক্ষ্যে বাল্যবিবাহ পরিহার, ঘন ঘন ও অধিক সন্তান না নেয়া, স্বাস্থ্যকর পরিবেশ ও পরিচ্ছন্ন জীবন যাপন, বিশ্বস্ত জীবনসঙ্গী, নিরাপদ যৌন জীবন, ধূমপান পরিহার, জরায়ু মুখ ক্যান্সারের টিকা গ্রহণ, নিয়মিত জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা স্ক্রীনিং ও নির্ধারিত চিকিৎসা গ্রহণের প্রতি জোর তাগিদ দেন।
শেয়ার করুন