শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির অভিষেক ও মিলন মেলা( ভিডিওসহ)

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

মুহাম্মদ মহিউদ্দিন (চট্টগ্রাম) মহানগর ।।

ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক চট্টগ্রাম অনেক আগে থেকে পর্যটন শহর হিসেবে পরিচিতি লাভ করেছে। ব্যবসা-বাণিজ্য অর্থনীতির প্রাণ কেন্দ্র এই শহর সৌন্দর্যের দিক থেকে অন্যতম। আলোকিত চট্টগ্রামকে নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। পাহাড়, নদী, সাগর ঘেরা অপরূপ সৌন্দর্যের লীলা ভূমি পর্যটন শহর চট্টগ্রাম বিদেশীদের আকৃষ্ট করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আন্তরিকতায় চট্টগ্রামে উন্নয়নের মহাযজ্ঞ চলছে। তিনি ২৮ মার্চ সোমবার সন্ধ্যা ৭টায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির অভিষেক ও মিলন মেলা-২০২২ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।

সংগঠনের সভাপতি সাবেক কমিশনার হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক আজাদী’র পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক আজাদী’র চীফ রিপোর্টার হাসান আকবর।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অভিষেক ও মিলন মেলা উদ্যাপন পরিষদের আহ্বায়ক আলহাজ্ব আশফাক আহমেদ, সদস্য সচিব মুহাম্মদ ইয়াকুব, উপদেষ্টা সালেহ আহমদ সোলেমান, সহ সভাপতি মুস্তাফিজুর রহমান চৌধুরী, লায়ন নুরুল আবছার চৌধুরী, কাজী মোঃ ইব্রাহীম, আলহাজ্ব আবুল হোসেন, সালাহ উদ্দিন আহমেদ চৌধুরী, লায়ন এম শফিউল আলম, মোঃ নুরুল কবির, জিয়াউর রহমান, রুবেল সাহা, মোঃ শফিকুল ইসলাম শাহীন, এম মহিউদ্দিন আহমেদ সিদ্দিকী, লায়ন মোঃ মাহতাব উদ্দিন, মোঃ হাসান পারভেজ, মোঃ শফিউল আজম, মোঃ রফিক উদ্দিন, মোঃ হারুন উর রশিদ, আমীর হোসেন, মোঃ ইউছুপ আলী, হুমায়ুন কবির। পবিত্র কোরআন তেলাওয়াত করেন, অধ্যক্ষ মাওলানা আ.নম. আবদুস শাকুর। অনুষ্ঠানে একুশে পদক প্রাপ্তির জন্য দৈনিক আজাদী’র সম্পাদক এম.এ মালেককে সংবর্ধনা প্রদান করা হয়। তার পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন, দৈনিক আজাদী’র পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। সাংস্কৃতিক অনুষ্ঠানে আবছার উদ্দিন অলি’র সঞ্চালনায় সংগীত পরিবেশন করেন, বেলী, দীপেন, মাসুদ, মঞ্জুরুল আলম, মৌমনি। অনুষ্ঠান শেষ র‌্যাফল ড্র ও নৈশ ভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এর পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট ও পাবলিক রিলেশনশিপ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরী ও চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির সিনিয়র উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ সৈয়দ নূর।

ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরী বলেন ,রাজধানী চট্টগ্রাম আবাসিক হোটেলের ব্যবস্থাপনা সুন্দর থাকলে বিদেশি পর্যটকরা এখানে অবস্থান করবে। বিশ্বের উন্নত দেশে আবাসিক হোটেল একটি বাণিজ্য। একটি সুন্দর নীতিমালা প্রণয়ন করে আবাসিক হোটেল ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক পর্যায়ে আনতে পারলেই অর্থনৈতিক প্রবৃদ্ধি বহুলাংশে বৃদ্ধি পাবে।

অন্যদিকে আলহাজ্ব মোহাম্মদ সৈয়দ নূর বলেন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবাসিক হোটেলের দিকে বিশেষ নজর রাখলেই চট্টগ্রাম হবে একটি পরিকল্পিত নগরায়ন। আর দৃষ্টিনন্দন আবাসিক হোটেল নগরজুড়ে নির্মিত হলে সমগ্র বিশ্বের পর্যটকরা নান্দনিক চট্টগ্রামে আসবে। এতে করে একদিকে সরকারের রাজস্ব যেমনে বাড়বে অন্যদিকে লাল সবুজের বাংলাদেশে বিশ্বের দরবারে একটি আধুনিক ও মডেল দেশ হিসেবে পরিচিতি লাভ করবে।

শেয়ার করুন