শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

বাঁশখালীতে বিক্রয় প্রতিনিধি হত্যায় জড়িত আসামি গ্রেফতার

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

 

মুহাম্মদ মহিউদ্দিন (বাঁশখালি) চট্টগ্রাম

২৪ ঘন্টা না পেরুতেই চট্টগ্রামের বাঁশখালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত কোহিনুর কেমিক্যাল কোম্পানি লি. বিক্রয় প্রতিনিধি মুহাম্মদ দুদু মিয়া সরকারের (৩৮) হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রধান আসামী ছোটন (২৩) কে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুর ১টার সময়  বাঁশখালী প্রধান সড়কের মনছুরিয়া বাজারের সামান্য উত্তর পাশে অটোরিকশা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ ওসি কামাল উদ্দিন,তিনি বলেন গন্ডামারা থেকে সুকৌশলে সিএনজি চালিত অটোরিকশা করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে। ঘটনার সাথে জড়িত প্রধান আসামি ছোটনকে গ্রেফতার করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বাঁশখালী, চট্টগ্রামে সোপর্দ করা হয়। এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন অপরাধ করে কেউ ছাড় পাবে না গন্ডামারায় অপরাধ সংঘটিত হয় এমন স্থানগুলো  চিহ্নিত করা হয়েছে। ভবিষ্যতে কঠোর নজরদারির মাধ্যমে সন্ত্রাসী ও ছিনতাইকারীর সাথে  জড়িতদেরকে মূল উৎপাটন করা হবে ।

গ্রেফতারকৃত আসামি ছোটন (২৩) বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার লালীর বাপের পুরাতন বাড়ি, পূর্ব বড়ঘোনা লালীর বাপের নতুন বাড়ির ৭ নম্বর ওয়ার্ড এলাকার নেজাম উদ্দীনের পুত্র।

গত বুধবার (১১ জানুয়ারি) দুদু মিয়া হত্যার ঘটনায় তার স্ত্রী তাজমিন নাহার তমা বাদী হয়ে মামলা করেছেন।

মামলার এজাহারের উল্লেখ করা আছে, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার সময় উপজেলার গন্ডামারা বাজারের বিভিন্ন দোকান থেকে কোম্পানির টাকা সংগ্রহ করে চাম্বল বাজার নিজ বাসায় ফিরছিলেন তিনি। পথিমধ্যে আসার পথে ব্রিজে সন্ত্রাসীদের কবলে পড়েন তিনি। এ সময় সন্ত্রাসীরা তার বুকে, পিঠে, পেটে, মাথায় ছুরি দ্বারা এলোপাতাড়ি আঘাত করে। স্থানীয় লোকজন ও থানা পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক দেখে তাকে মৃত বলে ঘোষণা করেন।

শেয়ার করুন