বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে তিব্বত কোম্পানির বিক্রয় প্রতিনিধি খুন

মুহাম্মদ মহিউদ্দিন (চট্টগ্রাম) মহানগর।

বাঁশখালী’র গন্ডামারা ইউনিয়নের দধু মিয়া নামক তিব্বত কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হয়েছেন।

মঙ্গলবার ১০ জানুয়ারী ২০২৩ রাত সাড়ে ৮ টার সময় এসএস পাওয়ার প্লান্ট রোডস্থ গন্ডামারা ব্রীজের পশ্চিম পার্শ্বে রাস্তার উপর এই ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই লিটন চাকমা জানান, মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে ৮ টার সময় উপজেলার গন্ডামারা বাজারের বিভিন্ন দোকান অর্ডার সংগ্রহ করে  চাম্বল বাজার নিজ বাসায় ফিরছিলেন।পথিমধ্যে আসার পথে ব্রিজের পশ্চিম পাশে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি।এসময় ছিনতাইকারীরদের সাথে তার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তার চিৎকারে লোকজন ছুঁটে এলে ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও থানা পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান।

নিহত দুদু মিয়া (৩৮) রংপুর জেলার মিটাপুর উপজেলার বীরামপুর ইউনিয়নের মৃত হযরত আলী এর ছেলে। তিনি তিব্বত কোহিনূর কেমিক্যাল সেলস অফিসার (ফিল্ড) বাঁশখালী  উপজেলায় কর্মরত ছিলেন।

সন্ধ্যা নামলেই এস এস পাওয়ার প্লান্ট আশপাশ এলাকার সড়ক গুলো ছিনতাই কারীদের দখলে চলে যায়। প্রতিদিন মোবাইল ছিনতাই চুরি আঘাতের মত নানান অপরাধ সংগঠিত হচ্ছে।আইন-শৃঙ্খলা পরিস্থিত নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সহ জীবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে সচেতন মহল।

বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন  জানান, ‘ঘটনার খবর পেয়ে পুলিশের সহযোগিতায় দুদু মিয়াকে পথচারীরা রাত ৯ টার সময় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তদন্তে  স্বার্থে আপাদত নাম বলা যাচ্ছে না তবে হত্যার সঙ্গে জড়িতদের ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন সন্ত্রাসী ছিনতাই করে কেউ পার পাবে না। অভিযান অব্যাহত রয়েছে এসব নেক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত থাকে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবেন বলে তিনি স্পষ্টতায় হুঁশিয়ারি দেন।
আরও পড়ুন  বাঁশখালীতে স্বর্ণ ও নগদ অর্থ নিয়ে কর্মচারী উধাও
শেয়ার করুন