মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর।।
মোটর সাইকেল চুরির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে চোর চক্রের ০৩ জন গ্রেফতারসহ ০২টি ডিসকভার-১২৫ মোটরসাইকেল উদ্ধার করেছে সিএমপি’র বন্দর থানা পুলিশ।
গত ২২ নভেম্বর রাত অনুমান ১০.০০ টা
হতে ২৩ নভেম্বর সকাল আনুমানিক ০৭.০০ টার মধ্যে যে কোন সময়ে বন্দর থানাধীন ২নং মাইলের মাথা সংলগ্ন কমিশনার গলি, গাউছিয়া টাওয়ারের নিচতলা গাড়ী পার্কিং থেকে অজ্ঞাতনামা চোর/চোরেরা ০৩টি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ (এডিআই) নামীয় এনজিও এর ম্যানেজার বাদী হয়ে মামলা করলে ২৩ নভেম্বর বন্দর থানা পেনাল কোড ৩৭৯ ধারায় মামলা রুজু করা হয়, যার মামলা নং- ১২ ।
ঘটনার সংবাদ প্রাপ্তির পর হতেই মোটরসাইকেল উদ্ধার ও ঘটনার সাথে জড়িত চোরদের গ্রেফতারে নামে বন্দর থানার একটি চৌকস টিম। তথ্য অনুসন্ধানের এক পর্যায়ে সংবাদ পাওয়া যায় যে, চোরাই মোটরসাইকেলসহ চোরেরা বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা এলাকায় অবস্থান করছে। তাৎক্ষণিক চন্দনাইশ থানা পুলিশকে অবহিত করে সিএমপি বন্দর থানার একটি চৌকস টিম চন্দনাইশ থানা পুলিশের সহায়তায় চন্দনাইশ থানাধীন চন্দনাইশ পৌরসভাস্থ গাছবাড়িয়া ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর হতে ২৪ নভেম্বর ভোর ০৬.২০ ঘটিকায়
কক্সবাজার জেলার চকরিয়া থানা পশ্চিম বড় ভেওলা, ইউপি, – ০৩ নং-ওয়ার্ডের দরবেশকাট এলাকার সামছুল আলম পুত্র মোঃ এনামুল হক ডালিম (৪৪), যার বর্তমান ঠিকানা চট্টগ্রাম জেলা- বন্দর থানা এলাকায় -ফ্রিপোর্ট, রেলবিট, কৃষ্ণ মন্দিরের পাশে, নান্নুর ভাড়াঘরে থাকেন।
একই থানার ১৪ নং বদরখালী ইউপি ০২ নং- ওয়ার্ডের পশ্চিম নতুন ঘোনাপাড়া আবু সৈয়দের পুত্র জিয়ুবল করিম (২৪),যার বর্তমান ঠিকানা ফ্রিপোর্ট আমির সাধু কলোনী, ইপিজেড থানা মসজিদ এর পাশে। এবং
চকরিয়া থানার পশ্চিম বড় ভেওলা ইউপি, ৮ নম্বর মকবুলাবাদ ওয়ার্ড ইলিশিয়া টেকপাড়া আব্দুল জব্বার এর পুত্র মোহাম্মদ জসিম উদ্দিন (২৩) মোটরসাইকেল চোরদেরকে আটক করে।
তাঁদের হেফাজত থাকা ০১ টি ডিসকভার- ১২৫ সিসি মোটর সাইকেল যাহার রেজিঃ নং-কুমিল্লা-হ-১৪-৮৩৫৫, ইঞ্জিন নং-JZXWLH15835, চেসিস নম্বর-PSUB44BY1MTL15351 এবং ০১টি ডিসকভার ১২৫ সিসি মোটর সাইকেল গাড়ী যাহার রেজিঃ নং-চট্টমেট্টো-হ-১৯-১২৯৫, ইঞ্জিন নং-JZYWKA53838, চেসিস নম্বর – PSUB44BY4KTC14369 উদ্ধার করা হয়। আসমীদের জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য মতে চোরাই যাওয়া অপর মোটরসাইকেল উদ্ধারের জন্য কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ভেওলা ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে। আরো মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্র গ্রেফতারের জন্য বন্দর থানা পুলিশের একটি চৌকস টিম কর্তৃক অভিযান অব্যাহত রয়েছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান বলেন, মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটির পাঠক সংখ্যা : ৭