বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পতেঙ্গা সী বীচ এলাকা থেকে পতিতা ও খদ্দের সহ ০৯ জন আটক 

মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর।।
পতেঙ্গা সী বীচ এলাকা থেকে পতিতা ও খদ্দের সহ ০৯জন আটক করেছে পতেঙ্গা থানা পুলিশ।
১৬ নভেম্বর বুধবার বেলা ২ টায় এসআই(নিঃ)/ শাহ জাহান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মোবাইল ৫৩ ডিউটি করাকালে সঙ্গীয় স্পেশাল-৫৩ অফিসার ফোর্স ও অভিযান-৫৩ অফিসারের সহয়তায় বেশ্যাবৃত্তির
উদ্দেশ্যে পতেঙ্গা সী বীচ এলাকায় অবস্থান করাকালে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় তাহাদের কার্যক্রম জনসাধারণের বিরিক্তকর এবং এলাকার পরিবেশ নষ্ট হওয়ায় ০৬ জন পতিতা ও ০৩জন খদ্দের আটকা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর ।তিনি বলেন সমাজ ও পরিবেশ ধ্বংস হয় এমন কর্মকাণ্ড সাথে কেউ লিপ্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন  বন্দর থানা পুলিশের অভিযানে ২টি চোরাই মোটর সাইকেল উদ্ধার:আটক ৪
শেয়ার করুন