মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর।।
পতেঙ্গা সী বীচ এলাকা থেকে পতিতা ও খদ্দের সহ ০৯জন আটক করেছে পতেঙ্গা থানা পুলিশ।
১৬ নভেম্বর বুধবার বেলা ২ টায় এসআই(নিঃ)/ শাহ জাহান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মোবাইল ৫৩ ডিউটি করাকালে সঙ্গীয় স্পেশাল-৫৩ অফিসার ফোর্স ও অভিযান-৫৩ অফিসারের সহয়তায় বেশ্যাবৃত্তির
উদ্দেশ্যে পতেঙ্গা সী বীচ এলাকায় অবস্থান করাকালে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় তাহাদের কার্যক্রম জনসাধারণের বিরিক্তকর এবং এলাকার পরিবেশ নষ্ট হওয়ায় ০৬ জন পতিতা ও ০৩জন খদ্দের আটকা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর ।তিনি বলেন সমাজ ও পরিবেশ ধ্বংস হয় এমন কর্মকাণ্ড সাথে কেউ লিপ্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংবাদটির পাঠক সংখ্যা : ৬