শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

এডভোকেট ইউনুচ মিয়া (বুলু) ইন্তেকাল

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

 

মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর।

চট্টগ্রাম জজ কোর্ট আইনজীবী এডভোকেট ইউনুচ মিয়া (বুলু) ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নগরীর ৩৮ নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম মজিবুল হকের দ্বিতীয় পুত্র  ইউনুচ মিয়া (বুলু) এডভোকেট শুক্রবার ২৭ জানুয়ারি রাত ১২টা ৩০মিনিটে ইন্তেকাল করেছেন।

বিষয়টি  citynewstv24.com নিশ্চিত করেছেন মরহুমের ভাই ইউচুপ পারভেজ।

মৃত্যুর সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে শোকের ছায়া নেমে আসে তাঁর নিজ এলাকা ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান বন্দর পতেঙ্গা উন্নয়ন সংগ্রাম পরিষদের চেয়ারম্যান হাজী ইকবাল আলী আকবর,৩৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ আব্দুল আজিম, ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক বরকাতুল্লাহ, ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সালাহউদ্দিন বাদশা, যুবলীগ নেতা , রোটারিয়ান এম এ হালিম,সফি আলম বাদশা, এম এ হান্নান রুবেল, অধ্যাপক গোলাম কিবরিয়া, এরশাদ আলম, আব্দুল মান্নান, মোঃ সরোয়ার, মোঃ ইয়াছিন  নিজামী বাপ্পা, মোঃ জাহেদ ও আবু তাহের।

আজ বাদে জুমা স্থানীয় মেহের আফজাল স্কুলের মাঠে মরহুমের নামাজে জানাজা মরহুমের নামাজে জানাজা শেষে তাঁর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর, স্ত্রী দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে পরপারে পাড়ি জমালেন এডভোকেট ইউনুচ মিয়া (বুলু)।

 

শেয়ার করুন