মহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে উপকূলীয় জনসাধারণের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ মে) দুপুর তিনি এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।এসময় এ যুবলীগ নেতা জানান, ‘মোখা’র মোকাবিলায় ক্ষয়ক্ষতি থেকে উপকূলীয় জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে ‘কুইক রেসপন্স টিম’ প্রস্তুত করে হয়েছে। পাশাপাশি যুবলীগের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। তিনি আরো বলেন অতীতেও মানবিক যুবলীগ মানুষের পাশে ছিল ভবিষ্যতেও জাতির যে কোনো দুর্যোগ ক্রান্তিলগ্নে সব সময় পাশে থাকবে।
তাই আতঙ্কিত না হয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে আশ্রয়কেন্দ্রে গিয়ে নিজের জানমাল রক্ষা করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন,সুফিউর রহমান টিপু,মোঃ ইমতিয়াজ বাবলা,জাহিদ হোসেন খোকন,সালাউদ্দিন বাবর,ফরহাদ আব্দুল্লাহ্,মোঃ সাজিবুল ইসলাম সজিব,ফারুক হোসেন সুমন,সাদ্দাম হোসেন জয়,মোঃ মাসুম,হেলাল উদ্দিন,শাওন রহমান,এনাম উদ্দিন,আব্দুল মোতালেব রানা,মঈনুদ্দিন রুবেল,কাউসার মোঃ রাজু,আকবর জুয়েল,মহিম ইসলাম রায়হান,মোঃ হাসিবুল,মোঃ ফাহিম,মোঃ হাসান,মোঃ রাহাত,আব্দুল্লাহ্ আল হাসান ইফতি,মোঃ সামির,আল আমিন,জুনায়েদ,রওহান,ফয়সাল,ফরহাদ,জালাল,অভি,আল আমিন জুনিয়র,শাহাদাৎ হোসেন,মোঃ শুভ,সাইফুল,জনি,মোঃ রনি,মোঃ মিরাজ,সুমন ও মোঃ সজীব প্রমুখ।












