শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

পিস্তল হাতে মিছিলের নেতৃত্বে এমপি মোস্তাফিজ

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি।। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বাঁশখালীতে উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে প্রতিবাদে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।

এসময় বিক্ষোভ মিছিল চলাকালে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর ডান হাতে পিস্তল নিয়ে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করতে দেখা যায়।বিকেল সাড়ে ৪টা বাজে মিছিল শেষে উপজেলা গেটের সামনে প্রতিবাদ সমাবেশ করেন। মিছিলে ব্যাগ থেকে পিস্তল বের করা প্রসঙ্গে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও  তার ব্যক্তিগত সহকারি একেএম মোস্তাফিজুর রহমান রাসেল তার ভেরিফাইড ফেসবুকে সাংবাদিকদের উদ্দেশ্যে  মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপির বরাত দিয়ে যে বক্তব্যটি লিখেছেন তা নিম্নরূপ

আসসালামু আলাইকুম। যে সকল সাংবাদিক ভাই ও বোনেরা মাননীয় সংসদ জনাব আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি মহোদয়ের গতকালের প্রতিরোধের মিছিল সম্পর্কে জানার জন্য মাননীয় এমপি মহোদয়ের সাথে যোগাযোগ করে উনার বক্তব্য নিতে চাচ্ছেন, সেই সকল সাংবাদিক ভাই বোনদের উদ্দেশ্যে মাননীয় এমপি মহোদয়ের বক্তব্যটি দিলাম;

“প্রকাশ্য জনসভায় যদি বিএনপি নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কবরে পাঠানোর মতো  বক্তব্য দিতে পারেন। দেশের প্রধানমন্ত্রীকে হুমকি দিতে পারেন। তবে আমি বৈধ অস্ত্র ব্যবহার করে অগ্নি সন্ত্রাসকারী বাহিনীকে  প্রতিরোধ করতে মিছিলে অংশ নিলে তাতে ক্ষতি কি?  

বিএনপি জামাতের নাশকতাকারীদের প্রতিরোধ করতে ভবিষ্যতেও জীবনবাজি রেখে মাঠে থাকতে পারলেই আমার রাজনীতির স্বার্থকতা।”-  Mustafizur Rahman Chowdhury এমপি।

আর এদিকে  দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র হাতে নিয়ে  মিছিলের নেতৃত্বে দেওয়ার বিষয়টি নেটিজেনরা নানান আলোচনা-সমালোচনার জন্ম নিয়েছে।

শেয়ার করুন