শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী শাব্বির ইকবালকে ওএসডি

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

নিজস্ব প্রতিবেদক।। 

চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবালকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-২ শাখার উপসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুয়ায়ী, তাকে জেলা পরিষদ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছে।

তিনি ২৪ তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। একে একে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার, ফরিদপুরের চরভাদ্রাসন উপজেলায় এসি-ল্যান্ড, বোয়ালমারীতে এসি-ল্যান্ড ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন শাব্বির ইকবাল।

এরপর চট্টগ্রাম জেলা পরিষদে প্রায় ৪ বছর সফলতার সাথে সচিব পদে দায়িত্ব পালন করেন শাব্বির ইকবাল। পরে ২০২০ সালের ৭ আগস্ট চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নেন সরকারের উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তা শাব্বির ইকবাল।

শেয়ার করুন