শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

জী‌বিত নয় লাশ হ‌য়ে ফি‌রে এ‌লো নেজাম,, CITYNEW24.TV

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

 

জীবিকার একমাত্র অবলম্বন নৌকা সাগর থে‌কে উদ্ধার কর‌তে গি‌য়ে অব‌শে‌ষে লাশ হ‌য়ে ফি‌রে এলেন নি‌খোঁ‌জের তিন দিনপর।জী‌বিকার সন্ধা‌নে ছুটে চলা যুবক মোঃ নেজাম উদ্দিন (১৯) গত বুধবার (২৮ জুলাই) দুপুরে জোয়ারে ভেসে যাওয়া নৌকা উদ্ধার করতে গিয়ে সাগরে নে‌মে‌ছিল । এরপর থেকে তাকে আর পাওয়া যায়নি। বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ছনুয়া ঘটের দক্ষিণে মদিনা মসজিদ এলাকায় ঘটনাটি ঘটে।

তাঁর নিঁখোজের খবরে বাঁশখালী ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি টিম দিনভর উদ্ধার অভিযান চালা‌লেও তাঁর সন্ধান পায়নি। এরপর থেকে সাগর পাড়ে নেজামের স্বজনেরা অপেক্ষা করতে থাকে কবে নেজাম ফিরে আসবে সে প্রতিক্ষায়।

অ‌পেক্ষার প্রহর শেষ নিজাম ফি‌রে এ‌সে‌ছে ঠি‌কেই ‌ত‌বে জীবিত নয় লাশ হ‌য়ে । আজ শুক্রবার (৩০ জুলাই) সকালে নিঁখোজ নেজামকে সাগ‌রে ভাসতে দেখ‌া যায়। ত‌বে নিজাম যেখানেই হারিয়েছিল মূলত সেখান‌ থে‌কেই ভাসমান অবস্থায় তাঁ‌কে উদ্ধার করেন ব‌লে জানান নিহ‌তের স্বজনেরা।

নিহত নেজাম উ‌দ্দিন বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের তাহের মিয়ার  একমাত্র ছে‌লে।

ছনুয়া ইউপির ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোঃ রেজাউল করিম বলেন, ‘ আজ সকাল সাড়ে ১০ টার দিকে নেজাম যেখানেই হারিয়ে গেছেন সেখানেই তিনদিন পর তার লাশ ভেসে উঠে। এলাকাবাসী নেজামের ভাসমান লাশ দেখতে পেয়ে তাকে তুলে নিয়ে আসেন।’

বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার আবদুর রহমান বলেন, তিনদিন পর সাগরে নিঁখোজ নেজামের ভাসমান লাশ পাওয়ার খবর পেয়েছি।’

আজ জুমার নামাযের পর স্থানীয় জামে মসজিদ মাঠে মরহু‌মের জানাযা শে‌ষে তাঁর পা‌রিবা‌রিক কবরস্থা‌নে তাঁ‌কে দাফন করা হয়।

শেয়ার করুন