শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

ভারতের হামলার জবাবে দুই বিমান ভূপাতিত করল পাকিস্তান: রাষ্ট্রীয় গণমাধ্যম

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

পাকিস্তানের পাঁচ জায়গায় ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। মঙ্গলবার দিবাগত রাতে হামলার প্রতিশোধ হিসেবে পাকিস্তান সেনাবাহিনী ভারতের দুই বিমান ভূপাতিত করেছে। খবর দ্য ডনের
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)–এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, মধ্যরাতের পর ভারতের ‘কাপুরুষোচিত’ ক্ষেপণাস্ত্র হামলায় ওই পাঁচটি স্থানে তিনজন পাকিস্তানি নিহত এবং ১২ জন আহত হয়েছেন। তিনি বলেন, সেনাবাহিনী এরই মধ্যে এর উপযুক্ত জবাব দিচ্ছে।

[ভারত} অধিকৃত কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনার প্রেক্ষাপটে এই পাল্টা হামলা হলো।
নিরাপত্তা সূত্রের বরাতে পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজ জানায়, ‘পাকিস্তানি বাহিনী ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, পাকিস্তান বিমানবাহিনী দুটি শত্রু বিমান ভূপাতিত করেছে। পাকিস্তানের সব যুদ্ধবিমান নিরাপদে রয়েছে। সশস্ত্র বাহিনী শক্ত হাতে শত্রুর মোকাবিলা করছে।’

স্থানীয় সময় রাত ১টা ৬ মিনিটে এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আইএসপিআর মহাপরিচালক বলেন, ‘কিছুক্ষণ আগে ভারত বাহাওয়ালপুরের আহমেদপুর ইস্ট এলাকার সুবহানুল্লাহ মসজিদ, কোটলি ও মুজাফফরাবাদে আকাশপথে কাপুরুষোচিত হামলা চালিয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের সব যুদ্ধবিমান আকাশে সক্রিয় রয়েছে। এই হামলা ভারতের আকাশসীমা থেকেই চালানো হয়েছে। পাকিস্তানের আকাশসীমায় ঢুকতে তারা কখনোই পারেনি।’

তিনি আরও বলেন, ‘আমি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি—পাকিস্তান সুবিধাজনক সময় ও স্থানে এর কঠোর জবাব দেবে। এই জঘন্য উসকানির কোনো জবাব না দিয়ে আমরা থাকব না।’

সম্ভাব্য হতাহতের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ক্ষয়ক্ষতির হিসাব করা হচ্ছে এবং পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

তিনি বলেন, ‘এই কাপুরুষোচিত হামলার পর ভারত সাময়িকভাবে আনন্দিত হতে পারে, কিন্তু তা স্থায়ী শোক হয়ে ফিরে আসবে।’

পরে জিও নিউজে দেওয়া বক্তব্যে তিনি ক্ষয়ক্ষতির একটি প্রাথমিক খসড়া তুলে ধরেন।
তিনি জানান, প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে—বাহাওয়ালপুরের আহমেদপুর ইস্ট, কোটলি, বাগ, মুজাফফরাবাদ ও মুরিদকে এলাকাগুলো হামলার প্রধান লক্ষ্য ছিল।

তিনি বলেন, ‘আহমেদপুর পূর্বে একটি শিশু শহীদ হয়েছে এবং ১২ জন আহত হয়েছে—এই তথ্য আমাদের কাছে এসেছে।’ তিনি আরও জানান, কোটলিতে দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ডিজি আইএসপিআর বলেন, ‘আমরা জানতে পেরেছি, আহমেদপুরে একটি মসজিদে হামলা হয়েছে। কাছাকাছি একটি বাড়িতে গোলা পড়ে। এক শিশু ও তার বাবা-মা আটকা পড়েছে। তাদের উদ্ধারের কাজ চলছে।’

তিনি আরও জানান, কোটলিতেও একটি মসজিদে হামলা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মসজিদগুলোতে হামলা আরএসএসের হিন্দুত্ববাদী মতাদর্শের বহিঃপ্রকাশ, যা ইচ্ছাকৃতভাবে মসজিদকে লক্ষ্যবস্তু করেছে।’

তিনি বলেন, মুজাফফরাবাদে একটি ক্ষেপণাস্ত্র রাস্তার ওপর আঘাত হানে। এতে বড় কোনো ক্ষতি না হলেও, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

‘আমি নিশ্চিত করে বলতে পারি, পাকিস্তানের প্রতিশোধ এখন আকাশে ও স্থলপথে একসঙ্গে চলছে’, বলেন আইএসপিআর প্রধান।

রয়টার্সকে একাধিক প্রত্যক্ষদর্শী জানান, মধ্যরাতের পর আজাদ জম্মু ও কাশ্মীরের মুজাফফরাবাদ শহরের আশপাশের পাহাড়ি এলাকায় একাধিক তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তাদের ভাষ্য, বিস্ফোরণের পর শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কিছুক্ষণ আগে ভারতীয় সশস্ত্র বাহিনী “অপারেশন সিন্দুর” শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরের সেসব সন্ত্রাসী ঘাঁটিতে আঘাত হানা হয়েছে, যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও নির্দেশনা দেওয়া হচ্ছিল।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই পদক্ষেপগুলো ছিল লক্ষ্যভিত্তিক, সীমিত এবং উত্তেজনা বাড়ানোর উদ্দেশ্যে নয়। কোনো পাকিস্তানি সামরিক স্থাপনাকে লক্ষ্য করা হয়নি। লক্ষ্য নির্বাচন ও হামলার পদ্ধতিতে ভারত সংযম দেখিয়েছে।’
গত মাসে ভারতশাসিত কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর হামলার পর দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। ওই হামলায় ২৬ জন নিহত হন।
ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে এবং প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে।

পাকিস্তান এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তারা বলেছে, ভারতের পাকিস্তানে হামলার পরিকল্পনা সম্পর্কে তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে।

শেয়ার করুন