শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

বাঁশখালীর সায়েমকে কাতারে গলা কেটে হত্যা

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

বাঁশখালীর কাতার প্রবাসী আসিফ মুহাম্মদ সায়েমকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে কাতারস্থ বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আসিফ মুহাম্মদ সায়েম বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের  তালুকদার বাড়ির মোহাম্মদ মোজাম্মেল হকের দ্বিতীয় পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর আগে প্রবাস জীবন শুরু করেন সায়েম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

বর্তমানে নিহতের মরদেহ কাতার পুলিশের হেফাজতে হাসপাতালে রাখা হয়েছে। হত্যাকারীকে সিসিটিভি ফুটেজ দেখে আটকের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

নিহত সায়েমের পিতা মোহাম্মদ মোজাম্মেল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেকে খুন করে ফেলল। সংসার চালানোর ভরসা ছিল সে-ই।

নিহতের ভাই-বোনরা ভাই হারানোর শোকে ভেঙে পড়েছেন। গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। সরকারি প্রক্রিয়ার মাধ্যমে নিহতের মরদেহ দেশে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাসকে অবহিত করা হবে।সায়েমের মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছে শোকাহত পরিবার।

 

শেয়ার করুন