দক্ষিণ মধ্য হালিশহর শহর ৩৮ নং ওয়ার্ড ১নং সাইটের বাসিন্দা মো ফারুক ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানাযায় মো: ফারুক ওই এলাকার কালু কোম্পানির বাড়ির স্থানীয় জামাল হোসেন তৃতীয় পুত্র ও হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের ৯০/৯১ ব্যাচের প্রাক্তন ছাত্র।
৮ ডিসেম্বর রবিবার রাত ৮ টায় বন্দর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই মো: আসিফ।
ফারুকের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তার শুভাকাঙ্খীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
তিনি সহজ সরল ও একজন সাদামাটা বন্ধুসুলভ প্রকৃতির লোক ছিলেন।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ের ৯০/৯১ ব্যাচের আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান শরিফ, সদস্য সচিব মো: তাজু উদ্দিন, সদস্য মনছুর আহমেদ তুষার, ইঞ্জিনিয়ার মোঃ মুজিবুল হক, মো: দিদারুল ইসলাম, মনিরুল করিম জুয়েল,মো: ইসমাইল, আজিম সওদাগর,পারভেজ, ওবাইদুর রহিম খসরু প্রমুখ।
৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় স্থানীয় ১ নং সাইট জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুস্টিত হবে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর স্ত্রী এক ছেলে ও কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে পরপারে পাড়ি জমালেন ফারুক।












