বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৩৮ নং ওয়ার্ড বিএনপি নেতা জাফরের মায়ের জিয়াপত 

নিজস্ব প্রতিবেদক;

বন্দরনগর ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো: জাফরের মায়ের জিয়াপত অনুষ্টান স্থানীয়  লিলি কমিউনিটি সেন্টারে ৯ ডিসেম্বর মঙ্গলবার রাতেই অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে  অনুস্টিত হয়েছে। জিয়াপত অনুষ্টানে ১২ শ মানুষের খাবারের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব হানিফ সওদাগর, নগর যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক মো: তাজ উদ্দিন,  সদস্য মো: মহিউদ্দিন, বন্দর থানা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ইউচুপ রেজা মিন্টু, বন্দর থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ নিজাম উদ্দিন, ৩৮ নং ওয়ার্ড বিএনপি সাবকে সহ সভাপতি মো: আজম,ইদ্রিস, মোরশেদ এবং আত্মীয়-স্বজনসহ এলাকার নানান শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 মো: জাফর বলেন, প্রায় ১২ মানুষের খবরের আয়োজন করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। আমার মা এবং আমাদের সকল পরিবারের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।

 মায়মুনা খাতুনের মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৪। তিনি  স্থানীয় হাদু সারাং বাড়ীর মৃত আবুল খায়ের  স্ত্রী। তিনি গত শুক্কুরবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে ৫ ছেলে ২  কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে পরপারে পাড়ি জমান।

শেয়ার করুন