বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বর্ণিল উৎসবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আন্ত :কলেজ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহিউদ্দিন :

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আয়োজনে দীর্ঘ সতের বছর পর বর্ণিল উৎসবে ৮ ডিসেম্বর সোমবার চট্টগ্রাম কলেজ মাঠে অনুষ্ঠিত হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীর অন্ত: কলেজ ক্রীড়া প্রতিযোগিতা।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন গীতা ও ত্রিপিটক সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল অনুষ্ঠানিকতা।

মাধ্যমিক উচ্চ-মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস উদ্দিন আহমদ অংশগ্রহণকারী প্রত্যেকটি কলেজের  একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদেরকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বিজয়ীদেরকে নিয়ে আগামীতে দেশের নয়টি বোর্ডের অধীনে জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বিশ্বাস করেন আন্ত কলেজ ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল থেকে ভালো মানের প্লেয়ার বের করে আনা সম্ভব।

ক্রীড়া প্রচন্ড মানসিক শক্তির পরিচয়ক, ক্রিড়া শরীর গঠন করার পাশাপাশি সমাজ ও রাষ্ট্র গঠন করে, কিভাবে সংগঠন তৈরি করা যায়, বিভিন্ন পদ এবং মতকে একত্রে বেঁধে টিম ওয়ার্কের মাধ্যমে প্রতিপক্ষের বিরুদ্ধে দাঁড়াতে হয় তা সহায়ক ভূমিকা পালন করে বলে জানান ডঃ মুহাম্মদ জিয়াউদ্দিন।

বিকেলের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেপ্রতিযোগিতায়  অংশগ্রহণকারী বিজয়ীদেরকে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করেন ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন।

এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, নগরীর বিভিন্ন ওয়ার্ডে খেলার মাঠ তৈরি করা হচ্ছে দেশপ্রেম ঈমানের অংশ হিসেবে শহরে যত্রতত্র ময়লা না ফেলে সুন্দর নগরী গড়ার সবার দায়িত্বকে স্মরণ করে দিয়ে প্রত্যেকের শরীরের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি হেলদি সিটি বাস্তবায়নের লক্ষ্যে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের জন্য একটি অ্যাপস তৈরীর মাধ্যমে ডায়াগনস্টিক সেন্টার থেকে সুলভ মূল্যের চিকিৎসা গ্রহণের পরিকল্পনার কথা জানান ডাক্তার শাহাদাত হোসেন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ডক্টর মোহাম্মদ সরোয়ার আলম। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড.এ কে এম সামছু উদ্দিন আজাদ।

মহানগর পূর্ব মহানগর পশ্চিম চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম উত্তর রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান ও কক্সবাজার বাছাইকৃত 8 অঞ্চলের ১৩০ জন প্রতিযোগী নয়টি ইভেন্টে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী চলা এবারের প্রতিযোগিতায় মূল আকর্ষণ ছিল ১০০ মিটার দৌড়। ছাত্রদের এই ইভেন্টে প্রথম হয়েছেন কুতুবদিয়া কলেজের মনিরুদ্দিন, ছাত্রীদের ১০০ মিটার দৌড়ে প্রথম হয়েছেন খাগড়াছড়ি সরকারি কলেজের কুশীল দেওয়ান। এছাড়া দীর্ঘ লাফ,উচ্চ লাফ,গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ বর্ষা নিক্ষেপও অন্যতম আকর্ষণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোজাহিদুল ইসলাম চৌধুরী, শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান, আবু জাফর চৌধুরী ও রেজাউল করিম চৌধুরী। সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ভেন্যুয়ারা বেগম, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দিন, সহ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিভিন্ন বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান, কর্মকর্তা-কর্মচারী, ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন কলেজের প্রধান, ক্রীড়া শিক্ষক শিক্ষিকা গণ সহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন