সোমবার, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আনন্দবাজারে নালায় অচেনা যুবকের বস্তাবন্দি মরদেহ

মুহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম মহানগর

চট্টগ্রাম নগরের বন্দর থানার হালিশহর আনন্দবাজার সাগরপাড় এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) সকালে একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে নিহতের পরিচয় পুলিশ শনাক্ত করে জানাতে না পারলেও স্থানীয় একটি সূত্র জানায়, নিহত যুবকের নাম জয়ন্ত দাশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা নালার পাশে একটি বস্তাবন্দি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে বন্দর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’

তবে স্থানীয় একটি সূত্র জানায়, নিহত ব্যক্তির নাম জয়ন্ত দাশ। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। বর্তমানে তিনি হালিশহর আনন্দবাজার এলাকার আজমিয়া মসজিদের পাশের একটি বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা একজন প্রত্যক্ষদর্শী বলেন, যুবকটিকে হত্যা করে বস্তায় ভরে নালায় ফেলে রাখা হতে পারে।

শেয়ার করুন