
আগামী ৩০ অক্টোবর শনিবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটি- ২১ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিন যত ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন।
নগরীর ৩৬ নং ওয়ার্ডের মধ্যম গোসাইলডাঙ্গা ফকিরহাট এলাকা মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্যদের ভোটের দুর্গ হিসেবে পরিচিত।
প্রফেসর ডাক্তার এম এ তাহের খাঁন-সৈয়দ মোঃ মোরশেদ হোসেন-মোঃ রেজাউল করিম আজাদ অধ্যক্ষ ডঃ মোঃ সানাউল্লাহ পরিষদের নির্বাচনীয় এক মতবিনিময় সভা ২০ অক্টোবর বিকাল ৪ টায় নগরীর ৩৬ নং ওয়ার্ড মধ্যম গোসাইলডাঙ্গা ফকিরহাটস্থ আব্দুল মালেক চৌধুরী বাড়ির চত্বরে অনুষ্ঠিত হয়।

৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল আলম চৌধুরীর সভাপতিত্বে হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি এসএম মোরশেদ হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রফেসর ডাক্তার এম এ তাহের খাঁন। জেনারেল সেক্রেটারি প্রার্থী মোঃ রেজাউল করিম আজাদ, ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আবদুল মান্নান রানা, ইঞ্জি: লায়ন মো: জাবেদ আবছার চৌধুরী, ডা: পারভেজ ইকবাল শরীফ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি ডা: কামরুন নাহার দস্তগীর, জয়েন্ট জেনারেল সেক্রেটারি (ডোনার) পদপ্রার্থী, সৈয়দ মো: আজিজ নাজিম উদ্দিন, ট্রেজারার পদপ্রার্থী অধ্যক্ষ লায়ন ড. মো সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার পদপ্রার্থী, লায়ন এসএম কুতুব উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি পদপ্রার্থী মোঃ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আহসান উল্লাহ।
কার্যকরী কমিটি মেম্বার পদপ্রার্থী হিসাবে আলহাজ্ব মো: হারুন ইউসুফ, এম জাকির হোসেন তালুকদার, খায়েজ আহমেদ ভূঁইয়া, ডা: নাসির উদ্দিন মাহমুদ, ডা: আবু তৈয়ব , ডা: কামরুন নেসা রুনা, এ এস এম জাফর, মোহাম্মদ আলমগীর পারভেজ, ডা: ফজল করিম বাবুল, ডক্টর ইঞ্জিনিয়ার রশিদ আহমদ চৌধুরী (ডোনার) ও মোহাম্মদ শহীদুল্লাহ (ডোনার) সহ শতশত হাসপাতালের আজীবন সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস প্রেসিডেন্ট (ডোনার ) পদে নির্বাচিত সৈয়দ মোঃ মোরশেদ হোসেন তাঁর স্বাগত বক্তব্যে বলেন আগামী ৩০ শে অক্টোবর নির্বাচনের সময় নেতৃত্ব নির্বাচিত করতে ভুল করলে চলবে না। বিশেষ করে ট্রেজারার আলহাজ্ব মোঃ রেজাউল করিম আজাদের নেতৃত্বে বর্তমানে হাসপাতালে যেসব উন্নয়ন কর্মযজ্ঞ চলছে এসব কিছু একমাত্র তাঁরই অবদান ।
প্রেসিডেন্ট প্রফেসর ডা: এম এ তাহের খাঁন বলেন দীর্ঘদিন বিনা পরিশ্রমে হাসপাতাল ও কলেজে কাজ করেছি কিছু পাওয়ার আশা নাই মানুষের সেবায় ছিল মূল লক্ষ্য। এক সময়ে পুরো এলাকায় একজন এমবিবিএস ডাক্তার পাওয়া খুবই মুশকিল ছিল কিন্তু বর্তমানে মা ও শিশু হাসপাতাল এর মত একটি মেডিকেল কলেজ হওয়ায় হাজার হাজার এমবিবিএস ডাক্তার পাস করে বের হয়ে দেশ ও দেশের বাইরে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। হাসপাতালের আজীবন সদস্যরা যদি তাদের মূল্যবান ভোট দিয়ে তিনি এবং তার পূর্ণ প্যানেলকে বিজয় করেন ভবিষ্যতেও স্বেচ্ছায় কাজ করে যাবেন বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
জেনারেল সেক্রেটারি পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রেজাউল করিম আজাদ বলেন মানুষের দোয়া আর ভালবাসা ছিল বলেই বৈশ্বিক মহামারী করোনা বিপর্যয়ের সময় মানুষের পাশে ছিলাম। চেষ্টা করেছি মানুষের সেবা করতে আগামী ৩০ অক্টোবর নির্বাচিত হলে হাসপাতালে অসম্পূর্ণ কাজগুলো বাস্তবায়ন করবেন বলে তিনি অঙ্গীকার করেন।
ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী আব্দুল মান্নান রানা দৃঢ় চিত্তে স্বীকার করে বলেন আমি ট্রেজারার থাকাকালীন অবস্থায় হাসপাতালের যতটুকু উন্নয়ন হয়নি তাঁর চেয়ে বেশি উন্নয়ন হয়েছে ট্রেজারার মোঃ রেজাউল করিম আজাদের সময়ে, তার দুঃসাহসিক কর্মকাণ্ডে খুশি হয়ে মূলত এই প্যানেল থেকে নির্বাচন করতে যাচ্ছেন তিনি।
ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ইঞ্জি: লায়ন মোঃ জাবেদ আবছার চৌধুরী বলেন ১৯ মাস আগে করোনার বিভীষিকাময় অধ্যায় দেখেছে বিশ্ববাসী। দুর্যোগকালীন ক্রান্তিলগ্নে মানুষের পাশে থেকে শতভাগ চিকিৎসাসেবা দেওয়ার জন্য চেষ্টা করেছি। নির্বাচিত হলে এই সেবা অব্যাহত রাখব। করোনাকালীন সময়ে যারা জীবন বাজি রেখে কাজ করেছেন তাঁদের সমন্বয়ে গঠিত পূর্ণ প্যানেলক বিজয় করার মাধ্যমে হাসপাতালে উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার আহ্বান জানান।
মতবিনিময় সভার পরে ৩৬ নম্বর মধ্যম গোসাইলডাঙ্গা ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চান নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীরা ।
সংবাদটির পাঠক সংখ্যা : ৭৭