আগামী ৩০ অক্টোবর শনিবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটি- ২১ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন।
২১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় চাঁদগাও আবাসিক এলাকা কল্যাণ সমিতির চমাশিহার আজীবন সদস্যদের উদ্যোগে সমিতির মিলনায়তনে নির্বাচনীয় মতবিনিময়় সভা অনুষ্ঠিত হয়।
চাঁদগাও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি ও কার্যনির্বাহী কমিটি- ২১ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস প্রেসিডেন্ট (ডোনার ক্যাটাগরি হতে) পদে নির্বাচিত সৈয়দ মো: মোরশেদ হোসেন ও সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: ইসমাইলের যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চমাশিহার কার্যনির্বাহী কমিটি-২১ নির্বাচনের প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রফেসর ডাক্তার এম এ তাহের খাঁন, জেনারেল সেক্রেটারি পদপ্রার্থী আলহাজ্ব মো: রেজাউল করিম আজাদ, সমিতির সহ-সভাপতি মো: মুসলিম উদ্দিন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন
ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আবদুল মান্নান রানা, ইঞ্জি: লায়ন মো: জাবেদ আবছার চৌধুরী, ডা: পারভেজ ইকবাল শরীফ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি ডা: কামরুন নাহার দস্তগীর, জয়েন্ট জেনারেল সেক্রেটারি (ডোনার ক্যাটাগরি হতে) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সৈয়দ মো: আজিজ নাজিম উদ্দিন, ট্রেজারার পদপ্রার্থী অধ্যক্ষ লায়ন ড. মো সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার পদপ্রার্থী লায়ন এস এম কুতুব উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি পদপ্রার্থী মো: সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি পদপ্রার্থী আলহাজ্ব মো: আহসান উল্লাহ।
কার্যকরী কমিটি মেম্বার পদপ্রার্থী হিসাবে ডা: আবু তৈয়ব, মো: আলমগীর পারভেজ, প্রফেসর ডা: কামরুন নেসা রুনা, খায়েজ আহমেদ ভূঁইয়া, এম জাকির হোসেন তালুকদার, এ এস এম জাফর, প্রফেসর ডা: মো: জাহিদ হোসেন শরীফ, প্রফেসর ডা: নাসির উদ্দিন মাহমুদ, ডা: ফজল করিম বাবুল, আলহাজ্ব মো: হারুন ইউসুফ, ডক্টর ইঞ্জি: রশিদ আহমদ চৌধুরী (ডোনার ক্যাটাগরি), মোহাম্মদ শহীদুল্লাহ (ডোনার ক্যাটাগরি) সহ প্রমুখ।
এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চাঁদগাও আবাসিক এলাকা কল্যাণ সমিতির (সংগঠন প্রচার ও প্রকাশনা) সম্পাদক মো: রফিক হোসেন, আইন ও সালিশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বদরুল হুদা মামুন, ক্রীড়া সম্পাদক মো: লুৎফুল করিম সোহেল, অর্থ সম্পাদক মো: হারুন , স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মো: জাহাঙ্গীর উদ্দিন চৌধুরী, নিরাপত্তা সম্পাদক মো: নাসির উদ্দীন, বিনোদন ও সাংস্কৃতিক সম্পাদক মো: তারিকুল ইসলাম সেন্টু, সমিতির কার্যনির্বাহী সদস্য মাওলানা মো: আব্দুল্লাহ, মো: আবু জাফর, আসিফ মাহমুদ জুয়েল, মো: রুহুল আমিন, শহীদ সরোয়ারদী মিন্টু, সাইফ উদ্দিন মাহমুদ (বাবু) ও মো: ইউসুফ শিকদার।
প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রফেসর ডা: এম এ তাহের খাঁন বলেন করোনার কঠিন ক্রান্তিলগ্নে আমাদের এই প্যানেল মানবিক কর্মকান্ডের সাথে জড়িত ছিল তাই কাজের মূল্যায়নের ভিত্তিতে আগামী নির্বাচনে তাদেরকে বিজয় করার আহ্বান জানান।
জেনারেল সেক্রেটারি পদপ্রার্থী আলহাজ্ব মো: রেজাউল করিম আজাদ বলেন আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। বিগত সময়ে হাসপাতালে দৃশ্যত যেসব উন্নয়ন কর্মযজ্ঞ চলছে তা বিচার বিশ্লেষণ করে হাসপাতালের আজীবন সদস্যরা তাদের সুচিন্তিত রায় দিয়ে তাঁদের পাশে থাকবেন। বিজয় হলে হাসপাতালের চলমান অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার মাধ্যমে বিশ্বমানের একটি আধুনিক হাসপাতাল রূপদান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত হাসপাতালের আজীবন সদস্যরা মা ও শিশু হাসপাতালের করোনা ফ্রন্ট ফাইটারদের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাদের যেকোনো ভালো কর্মকাণ্ডে পাশে থাকবেন বলে একত্বতা পোষণ করেন।