শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ডা: তাহের- মোরশেদ -আজাদ ও সানাউল্লাহ পরিষদের মতবিনিময় সভা

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটি-২১ নির্বাচন আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্যাপক প্রচারণার মধ্য দিয়ে প্রার্থীরা নির্ঘুম দিন কাটাচ্ছে । সকাল সন্ধ্যা হাসপাতালের আজীবন সদস্যদের বাসা বাড়ি দোকানপাট ও অফিস আদালতে গিয়ে প্রচার-প্রচারণা পত্র বিলি করছেন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীরা।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্যদের উদ্যোগে ২৩ অক্টোবর বিকাল ৪টায় ৩৬ নম্বর ওয়ার্ড মধ্যম গোসাইলডাঙ্গা মহানগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ্ব জহুর আহমদ কোম্পানির বাড়িতে এক বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে প্রফেসর ডাক্তার এ এস এম ফজলুল করিম সমর্থিত প্রফেসর ডাক্তার এম এ তাহের খাঁন, সৈয়দ মোঃ মোরশেদ হোসেন, মোঃ রেজাউল করিম আজাদ ও অধ্যক্ষ ডঃ মোঃ সানাউল্লাহ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হাসপাতালের প্রবীণ আজীবন সদস্য কামাল উদ্দিন আহমদের সভাপতিত্বে ও শ্রমিক নেতা শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রফেসর ডাক্তার এম এ তাহের খান ,জেনারেল সেক্রেটারি প্রার্থী মোঃ রেজাউল করিম আজাদ, ভাইস প্রেসিডেন্ট ডোনার ক্যাটাগরিতে থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সৈয়দ মোঃ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আবদুল মান্নান রানা, ইঞ্জি: লায়ন মো: জাবেদ আবছার চৌধুরী, ডা: পারভেজ ইকবাল শরীফ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি ডা: কামরুন নাহার দস্তগীর, জয়েন্ট জেনারেল সেক্রেটারি (ডোনার ক্যাটাগরি হতে) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সৈয়দ মো: আজিজ নাজিম উদ্দিন, ট্রেজারার পদপ্রার্থী অধ্যক্ষ লায়ন ড. মো সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার পদপ্রার্থী লায়ন এস এম কুতুব উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি পদপ্রার্থী মো: সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি পদপ্রার্থী আলহাজ্ব মো: আহসান উল্লাহ।
কার্যকরী কমিটি মেম্বার পদপ্রার্থী হিসাবে ডা: আবু তৈয়ব, মো: আলমগীর পারভেজ, প্রফেসর ডা: কামরুন নেসা রুনা, খায়েজ আহমেদ ভূঁইয়া, এম জাকির হোসেন তালুকদার, এ এস এম জাফর, প্রফেসর ডা: মো: জাহিদ হোসেন শরীফ, প্রফেসর ডা: নাসির উদ্দিন মাহমুদ, ডা: ফজল করিম বাবুল, আলহাজ্ব মো: হারুন ইউসুফ, ডক্টর ইঞ্জি: রশিদ আহমদ চৌধুরী (ডোনার ), মোহাম্মদ শহীদুল্লাহ (ডোনার ) প্রমুখ।

আরও পড়ুন  চট্টগ্রাম শিক্ষা বোর্ডের দূর্নীতিবাজ পরীক্ষা নিয়ন্ত্রক ও উপ সচিব ওএসডি

এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সভাপতি ইমু, হাসপাতালে আজীবন নবীন-প্রবীণ সদস্যসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

জনগণের অর্থে পরিচালিত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের যেসব কার্যনির্বাহী সদস্য বিগত করোনা মহামারীর সময়ে নিজের জীবন বাজি রেখে কাজ করেছেন এবং এখনো দৃশ্যত উন্নয়নের কাজ বাস্তবায়ন  করে চলছেন মূলত তাঁদেরকে আগামী ৩০ শে অক্টোবর সুচিন্তিত রায় দিয়ে মূল্যায়ন করবেন বলে আজীবন সদস্যরা একাত্মতা পোষণ করেন।

শেয়ার করুন