প্রতিবেদক: মোহাম্মদ মহিউদ্দিন (চট্টগ্রাম) মহানগর।।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির -২১ এর নির্বাচনে করোনা সম্মুখ যোদ্ধাদের সমন্বয়ে গঠিত প্রফেসর ডা. এম এ তাহের খান-সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন,মোহাম্মদ রেজাউল করিম আজাদ-অধ্যক্ষ ডা.মোহাম্মদ সানাউল্লাহ পরিষদের প্রার্থী পরিচিতি সভা ২৫ অক্টোবর সন্ধায় নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রফেসর মোঃ জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে ও মা ও শিশু হাসপাতালের বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট(ডোনার) সৈয়দ মোঃ মোরশেদ হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় প্রার্থী পরিচিতি সভায় পবিত্র কোরআন তেলোয়াত করেন সৈয়দ আসাদ উল্লাহ।
প্রার্থী পরিচিতি সভায় হাজার হাজার আজীবন সদস্য বৃন্দের মিলন মেলা প্রণীত হয়। বহু নবীন ও প্রবীণ আজীবন সদস্যবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক মহিলা সংসদ সদস্য সাবিহা মুছা, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন বাচ্চু, ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোরশেদ আলী নুরী আরা সাফা,
আব্দুর রহিম,অধ্যাপক আব্দুর রশীদ,মোঃ মাহবুব,লায়ন মোঃ আশরাফ,রোটারিয়ান এমদাদুল আজিজ চৌধুরী,এডভোকেট মোঃ মাসুদ,বিজিএমইএ এর সাবেক পরিচালক মোঃ বেলায়েত,রাঙ্গুনিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল হাসনাত মোঃ আবছার, এস এম সালাউদ্দীন, চাক্তাই আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দীন, বিজিএমইএ এর সাবেক পরিচালক মোঃ এমদাদ,মিসেস ফাতেমা বাদশা, মোঃ সালাউদ্দীন, ডা.আ.ন.ম মিনহাজুর রহমান,পেকুয়া উপজেলা চেয়ারম্যান মোঃ সাফায়েত, মোঃ গিয়াসউদ্দীন ও লায়ন সন্তোষ কুমার নন্দী প্রমুখ।
আগামী ৩০শে অক্টোবর ঐতিহ্যবাহী চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেক প্যানেলের প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় ও ভোটের জন্য আহবান করছেন।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে কার্যনির্বাহী কমিটি ২১ নির্বাচনে প্রফেসর ডাক্তার এসএম ফজলুল করিম সমর্থিত প্রার্থীরা হলেন প্রেসিডেন্ট প্রার্থী ডা: এম এ তাহের খাঁন, ডোনার ক্যাটাগরি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সৈয়দ মোঃ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারি প্রার্থী আলহাজ্ব মোঃ রেজাউল করিম আজাদ, ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আবদুল মান্নান রানা, ইঞ্জি: লায়ন মো: জাবেদ আবছার চৌধুরী, ডা: পারভেজ ইকবাল শরীফ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি ডা: কামরুন নাহার দস্তগীর, জয়েন্ট জেনারেল সেক্রেটারি (ডোনার ক্যাটাগরি হতে) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সৈয়দ মো: আজিজ নাজিম উদ্দিন, ট্রেজারার পদপ্রার্থী অধ্যক্ষ লায়ন ড. মো সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার পদপ্রার্থী লায়ন এস এম কুতুব উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি পদপ্রার্থী মো: সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি পদপ্রার্থী আলহাজ্ব মো: আহসান উল্লাহ।
কার্যকরী কমিটি মেম্বার পদপ্রার্থী হিসাবে ডা: আবু তৈয়ব, মো: আলমগীর পারভেজ, প্রফেসর ডা: কামরুন নেসা রুনা, খায়েজ আহমেদ ভূঁইয়া, এম জাকির হোসেন তালুকদার, এ এস এম জাফর, প্রফেসর ডা: মো: জাহিদ হোসেন শরীফ, প্রফেসর ডা: নাসির উদ্দিন মাহমুদ, ডা: ফজল করিম বাবুল, আলহাজ্ব মো: হারুন ইউসুফ, ডক্টর ইঞ্জি: রশিদ আহমদ চৌধুরী (ডোনার ), মোহাম্মদ শহীদুল্লাহ (ডোনার )।
উল্লেখ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডোনার ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ভাইস প্রেসিডেন্ট পদে সৈয়দ মোঃ মোরশেদ হোসেন ও জয়েন্ট জেনারেল সেক্রেটারী সৈয়দ মোহাম্মদ আজীজ নাজিম উদ্দীন।
বক্তারা এসময় বলেন করোনাকালীন জাতীয় সংকটকালীন সময় চিকিৎসা সেবা দিয়ে মা ও শিশু হাসপাতালের যে সকল চিকিৎসক আর পরিচালনা পরিষদের সদস্যরা মানবতার সেবায় কাজ করেছেন তাদের অগ্রনী ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন জাতির দুর্যোগকালীন সময়ে যারা পাশে ছিল তাদেরকে আগামী ৩০ তারিখ উক্ত নির্বাচনে বিজয় করার আহবান জানান।
বক্তারা আরো বলেন করোনার সম্মুখ যোদ্ধাদের অসাধারণ ভূমিকার কারণে মা ও শিশু হাসপাতাল চিকিৎসা সেবায় চট্টগ্রামের মাইল ফলক হয়ে বেঁচে থাকবে এবং ১৩০ কোটি টাকা ব্যয়ে মা ও শিশু হাসপাতালে ক্যান্সার রোগের চিকিৎসার জন্য হাসপাতাল নির্মান হচ্ছে যা উক্ত প্যানেলের অভিজ্ঞ ডা. এবং করোনার সম্মুক যোদ্ধাদের সমন্বয়ে এগিয়ে যাচ্ছে। এসময় উপস্থিত আজীবন সদস্যরা উক্ত প্যানেলকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহবান জানান।
এই প্যানেল থেকে প্রেসিডেন্ট প্রার্থী প্রফেসর ডাক্তার এম এ তাহের খান বলেন আগামী ৩০ তারিখ তাদের পূর্ণ প্যানেল বিজয় করলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন।
জেনারেল সেক্রেটারি প্রার্থী মোঃ রেজাউল করিম আজাদ বলেন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালে অনেক বড় বড় প্রজেক্টের কাজ চলমান রয়েছে। গত ১৮ মাসে স্বাস্থ্যসেবায় হাসপাতালের প্রায় ৩০ কোটি টাকার কাজ বাস্তবায়ন করেছেন আরো শত কোটি টাকার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।বিজয় হলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার মাধ্যমে একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।