বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খাতুনগঞ্জে ব্যাপক গণসংযোগ

 

চমাশিহার-২১ নির্বাচন আগামী ৩০ অক্টোবর।৯৭১৪ আজীবন সদস্যদের নিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন ।একটি প্রফেসর ডাক্তার এএস এম ফজলুল করিম সমর্থিত প্রফেসর ডা: এম এ তাহের খাঁন, সৈয়দ মোঃ মোরশেদ হোসেন, মোঃ রেজাউল করিম আজাদ ও অধ্যক্ষ ডঃ মোঃ সানাউল্লাহ প্যানেল অন্যটি ডাক্তার আঞ্জুমান আরা ইসলাম ও আরিফুল আমিনের প্যানেল।

প্রফেসর ডাক্তার এএস এম ফজলুল করিম সমর্থিত প্যানেলটি একটি শক্তিশালী ২৪ জনের পূর্ণাঙ্গ প্যানেলের রূপ দিলেও অন্য প্যানেলটি পূর্ণাঙ্গ রূপ দিতে পারেনি।

ফলে ডোনার ক্যাটাগরি থেকে দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। একজন ভাইস প্রেসিডেন্ট পদে সৈয়দ মোঃ মোরশেদ হোসেন অন্যজন জয়েন্ট জেনারেল সেক্রেটারি পদে সৈয়দ মোহাম্মদ আজিজ নাজিমুদ্দিন।

এরপরেও দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রচার প্রচারণায় সরগরম পুরো নগরজুড়ে।
২৪ অক্টোবর সকাল থেকে বিকেল পর্যন্ত আজীবন সদস্যদের ধারে ধারে ভোট চাইলেন প্রফেসর ডাক্তার এএসএম ফজলুল করিম সমর্থিত নেতৃবৃন্দরা।

এ সময় গণসংযোগে অংশগ্রহণ করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে কার্যনির্বাহী কমিটি ২১ নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডা: এম এ তাহের খাঁন, ডোনার ক্যাটাগরি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সৈয়দ মোঃ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারি প্রার্থী আলহাজ্ব মোঃ রেজাউল করিম আজাদ, ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আবদুল মান্নান রানা, ইঞ্জি: লায়ন মো: জাবেদ আবছার চৌধুরী, ডা: পারভেজ ইকবাল শরীফ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি ডা: কামরুন নাহার দস্তগীর, জয়েন্ট জেনারেল সেক্রেটারি (ডোনার ক্যাটাগরি হতে) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সৈয়দ মো: আজিজ নাজিম উদ্দিন, ট্রেজারার পদপ্রার্থী অধ্যক্ষ লায়ন ড. মো সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার পদপ্রার্থী লায়ন এস এম কুতুব উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি পদপ্রার্থী মো: সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি পদপ্রার্থী আলহাজ্ব মো: আহসান উল্লাহ।
কার্যকরী কমিটি মেম্বার পদপ্রার্থী হিসাবে ডা: আবু তৈয়ব, মো: আলমগীর পারভেজ, প্রফেসর ডা: কামরুন নেসা রুনা, খায়েজ আহমেদ ভূঁইয়া, এম জাকির হোসেন তালুকদার, এ এস এম জাফর, প্রফেসর ডা: মো: জাহিদ হোসেন শরীফ, প্রফেসর ডা: নাসির উদ্দিন মাহমুদ, ডা: ফজল করিম বাবুল, আলহাজ্ব মো: হারুন ইউসুফ, ডক্টর ইঞ্জি: রশিদ আহমদ চৌধুরী (ডোনার ), মোহাম্মদ শহীদুল্লাহ (ডোনার ) প্রমুখ।

এসময় ভোটাররাও স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশগ্রহণ করার পাশাপাশি অধিকাংশ আজীবন সদস্য আশ্বস্ত করেন যারা করোনা দুর্যোগে কার কাজ করে চিকিৎসাসেবা নিশ্চিত করেছেন তাঁদের পাশেই থাকবেন।

শেয়ার করুন