শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নিরঙ্কুশ বিজয় তাহের-মোরশেদ- আজাদ -সানাউল্লাহ প্যানেলের

 

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির -২১ নির্বাচন উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করতে পেরে মহাখুশি। দীর্ঘ ১৭ মাস পর নির্বাচন অনুষ্ঠিত হওয়াই ভোটার এবং প্রার্থীদের মধ্যে সারাদিন ব্যাপী আনন্দঘন পরিবেশ বিরাজ করছিল।

প্রধান নির্বাচন কমিশনার ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান শনিবার (৩০ অক্টোবর) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। নির্বাচনে দুটি প্যানেল থেকে ৫২ জন এবং স্বতন্ত্র ৩ জন মিলে মোট ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। হাসপাতালের মহিলা হোস্টেলে স্থাপিত ৩১টি বুথে ডোনার মেম্বার এবং লাইফ মেম্বারদের ভোট গ্রহণ করা হয়।

মোট ৯ হাজার ৭২৪ জন লাইফ মেম্বারের মধ্যে ৪০০২ জন এবং ৩২৩ জন ডোনার মেম্বারের মধ্যে ১৪০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন:
প্রফেসর ডা এএস এম ফজলুল করিম সমর্থিত প্রফেসর ডাক্তার এম এ তাহের খাঁন, সৈয়দ মোঃ মোরশেদ হোসেন, মুহাম্মদ রেজাউল করিম আজাদ ও অধ্যক্ষ ডঃ মোঃ সানাউল্লাহ পরিষদ থেকে প্রেসিডেন্ট পদে প্রফেসর এম এ তাহের খান ২৪১৩ ভোট পেয়ে বিজয়ী হন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডাক্তার আঞ্জুমান আরা ইসলাম ১৫১৯ ভোট পান।
আব্দুল মান্নান রানা ২৮৫৪ ভোট পেয়ে ভাইস প্রেসিডেন্ট-১ , ইঞ্জি: লায়ন মো: জাবেদ আবছার চৌধুরী ২৫৭৮ ভোট পেয়ে ভাইস প্রেসিডেন্ট-২ এবং  ডা: পারভেজ ইকবাল শরীফ ২৫১৮ ভোট পেয়ে ভাইস প্রেসিডেন্ট-৩ নির্বাচিত হন।
তাদের নিকটতম প্রার্থী ডাক্তার মাহফুজুর রহমান ভাইস প্রেসিডেন্ট পদে ১৫৪৭ ভোট পান।
ডোনার ক্যাটাগরি থেকে সৈয়দ মোঃ মোরশেদ হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন।
জেনারেল সেক্রেটারি পদে মোঃ রেজাউল করিম আজাদ ২৪৯১ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডাক্তার মোহাম্মদ আরিফুল আমিন ভোট পেয়েছেন ১৭৬৪ ভোট।
জয়েন্ট জেনারেল সেক্রেটারি পদে ডাক্তার কামরুন্নাহার দস্তগীর ২৬৬২ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিসেস রেখা আলম চৌধুরী ১১৮০ ভোট পান।ডোনার ক্যাটাগরি থেকে জয়েন্ট জেনারেল সেক্রেটারি পদে সৈয়দ আজিজ নাজি উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ট্রেজারার পদে অধ্যক্ষ লায়ন ডঃ মোঃ সানাউল্লাহ ২৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আনোয়ারুল ইসলাম ১৩৩৬ ভোট পান,
জয়েন্ট ট্রেজারার পদে এসএম কুতুব উদ্দিন ২৫৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাক্তার মোঃ লিয়াকত আলী ভূঁইয়া ১৩২৬ ভোট পান।
অর্গানাইজিং সেক্রেটারি পদে মোহাম্মদ সাগির ২৮৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ নজরুল ইসলাম ১০৫৮ ভোট পান, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি আলহাজ্ব মোঃ আহসান উল্লাহ ২০৫১ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ জাহিদুল হাসান ১৮৩৯ ভোট পান।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে ডাক্তার মোঃ আবু তৈয়ব ২৫৫১ ভোট পেয়ে প্রথম, ডাক্তার কামরুন নেসা রুনা ২৫৫০ ভোট পেয়ে দ্বিতীয়, মুহাম্মদ আলমগীর পারভেজ  ২৫১৫ ভোট পেয়ে তৃতীয়, ডাক্তার নাসির উদ্দিন মাহমুদ ২১৩৪ ভোট পেয়ে চতুর্থ, কায়েস আহমেদ ভূঁইয়া ১৯৭৬ ভোট পেয়ে পঞ্চম, ডাক্তার ফজলুল করিম বাবুল ১৯১৮ ভোট পেয়ে ষষ্ঠ, ডাক্তার মোঃ: জাহিদ হোসেন শরীফ ১৮৮৯ ভোট পেয়ে সপ্তম, আলহাজ্বব মোঃ হারুন ইউসুফ ১৮১৩ ভোট পেয়ে অষ্টম, এ এস এ জাফর ১৭৬১ ভোট পেয়ে নবম, সৈয়দ ছগির  আহমদ ১৬৭৭ ভোট পেয়ে দশম স্থান অধিকার করে নির্বাচিত হন। ডোনার ক্যাটাগরিতে থেকে মেম্বার পদে মোহাম্মদ শহীদুল্লাহ ১২৩ ভোট পেয়ে প্রথম এবং ইঞ্জিনিয়ার রশিদ আহমদ চৌধুরী ১১৯ ভোট পেয়ে তৃতীয় স্থানে নির্বাচিত হন।
উল্লেখ্য কার্যনির্বাহী কমিটির নির্বাচিত প্রার্থী সৈয়দ ছগির আহমদ ছাড়া বাকিরা এই প্যানেল থেকে বিজয় লাভ করেছেন।
নির্বাচিত প্রার্থীদেরকে বিভিন্ন শুভাকাঙ্খীরা ফুল দিয়ে অভিবাদন জানান এ সময় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে আনন্দ ভাগাভাগি করতেও ভুল করেননি বিজয়ী প্রার্থীরা।
আরও পড়ুন  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতা‌লের ৪০তম বা‌র্ষিক সাধারণ সভা অনু‌ষ্টিত
শেয়ার করুন