শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ফুলেল সিক্ত ইঞ্জি: লায়ন মোঃ জাবেদ আবছার চৌধুরী

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটি -২১ নির্বাচনে হাসপাতালের করোনা যোদ্ধাদের সমন্বয়ে গঠিত প্রফেসর এ এসএম ফজলুল করিম সমর্থিত, প্রফেসর এম এ তাহের খান, সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ,মোঃ রেজাউল করিম আজাদ ও অধ্যক্ষ ডক্টর মোঃ সানাউল্লাহ প্যানেল থেকে ইঞ্জিনিয়ার লায়ন মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিরঙ্কুশ বিজয় লাভ করায়  হাসপাতালের আজীবন সদস্য আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ ইমতিয়াজ মাহমুদের নেতৃত্বে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা ৩১ অক্টোবর রবিবার বিকেলে হাসপাতালের কনফারেন্স রুমে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানান তাকে।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালমার্ট ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স কোম্পানি ডিজিএম কামরুজ্জামান বাবু, জিএম আরিফ মইনুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ার ,৩৮ নম্বর ওয়ার্ডের সমাজসেবক মোঃ দেলোয়ার হোসেন, ২৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ আগ্রাবাদের সমাজসেবক দেলোয়ার হোসেন, স্কাই লাইন ও শান্তি পরিবহনের চিফ এক্সিকিউটিভ অফিসার শাহজাহান হোসেন স্বপন, ব্যবসায়ী মোঃ জাবেদ ,মোহাম্মদ রাকিব, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মহিউদ্দিন ও কায়সার প্রমুখ।

ফুলেল সিক্ত সংবর্ধিত ইঞ্জিনিয়ার লায়ন মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরী উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁদের উদ্দেশ্যে বলেন করোকালীন সময়ে যেভাবে মানুষের সেবায় নিজেকে সম্পৃক্ত রেখেছিলাম ভবিষ্যতেও জাতীয় যে কোন দুর্যোগে মানুষের পাশে থেকে কাজ করার পাশাপাশি বর্তমান হাসপাতালের চলমান প্রকল্প শতভাগ বাস্তবায়ন ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
ইমতিয়াজ মাহমুদ বলেন আগামী তিন বছরের মধ্যে এই পরিষদ হাসপাতালে দৃশ্যত উন্নয়নের কাজ সফলভাবে বাস্তবায়ন করতে পারলে আজীবন সদস্যরা ভবিষ্যতেও তাদেরকে হাসপাতালে স্বার্থে বেছে নিবেন।
শেয়ার করুন