রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নগরীর নতুন ২ নং সাইট সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ৫ম তম মিলাদ মাহফিল

 

আগামীকাল ১২ নভেম্বর শুক্রবার বাদ মাগরিব নগরীর ৩৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ মধ্যম হালিশহর নতুন ২ নম্বর সাইট সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে জশনে জুলুস পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপিত হবে।
সংগঠনের সরদার মোঃ জাহিদুল আলমের সভাপতিত্বে মাহফিল উদ্বোধন করবেন আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম মহানগরের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউনুচ তৈয়্যাবি  যুক্তিবাদী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আব্দুল নবী আল কাদেরী।
প্রধান আলোচক থাকবেন সংগঠনের প্রকাশনা সম্পাদক মাওলানা জসিম উদ্দিন মাহমুদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোয়াখালী উড়িরচর ইমামে আজম সুন্নিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ এনাম রেজা।
মিলাদুন্নবী মাহফিলে খতমে কোরআন ,নাতে রাসুল (সা:) সালাতু সালামসহ আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
এতে দেশবরেণ্য বহু আলেম-ওলামা ও বুজর্গানে দ্বীন উপস্থিত থাকবেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন নতুন দুই নম্বর সাইট সমাজ কল্যাণ সংস্থার সরদার মোঃ জাহেদুল আলম। তিনি আরো বলেন যথাযোগ্য মর্যাদায় প্রতি বছরের ন্যায় এবারও (৫ম তম) ঈদ্-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম্ উদযাপন করতে যাচ্ছি আগত সকল উপস্থিত মেহমান বৃন্দের  জন্য তাবরুকের আয়োজন করাা হয়েছে। ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সুন্নি তরিকতের বহু আলেম ও ভক্ত অনুরাগীরা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন  অবসরপ্রাপ্ত শিক্ষক সমীরণ কুমার বড়ুয়াকে ৮৯ ব্যাচ পরিষদের সম্মাননা প্রদান  
শেয়ার করুন