সোমবার, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

“স্বপ্ন তরীর” বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

 

গত ১২ নভেম্বর-২১ ইং শুক্রবার সামাজিক ও বিনোদন মূলক গ্রুপ “স্বপ্নের তরীর” প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান নানান আয়োজনের মধ্য দিয়ে নগরীর হোটেল সৈকত হলরুমে অনুষ্ঠিত হয়।

বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প, গুণীজনদের সংবর্ধনা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি: লায়ন মো: জাবেদ চৌধুরী,

বিশেষ অতিথি ছিলেন কেডিএ মোটরসের স্বত্বাধিকারী দিদারুল আলম, এল এন বি অটোমোবাইলসের চেয়ারম্যান শাকিল মাহমুদ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আজিজুল হক, রোটারী ক্লাবের ডিস্ট্রিক্ট লিডার নুরুল হুদা ও ফয়সাল মাহমুদ, গ্রুপের এডমিন সাজ্জাদ হোসেন, সাবরিনা সাবা, কাসফিয়া জাহান, সেতু তালুকদার, ফারুক বয়ান ও গিয়াস প্রমুখ।

সদ্য চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের নির্বাচনে বিপুল ভোটে ইঞ্জি: লায়ন মো: জাবেদ আবছার চৌধুরী ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ায় অনুষ্ঠানে গ্রুপের পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জি: লায়ন
মো: জাবেদ আবছার চৌধুরী বলেন এ ধরনের অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে সুশৃংখল সমাজবদ্ধ বিভিন্ন পেশাজীবী মানুষের মিলন মেলা ঘটে। তিনি আরো বলেন বর্তমানে অনলাইন প্লাটফর্মে গ্রুপ ভিত্তিক বিভিন্ন সংগঠন গড়ে উঠেছে। তাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় উদ্যোক্তা সৃষ্টির সাথে সাথে ভার্চুয়াল বিপ্লবও ঘটছে।

 

শেয়ার করুন