যুগে যুগে মানুষকে সঠিকভাবে পরিচালিত করার জন্য মহান আল্লাহ তায়ালা নবী রসুল পাঠিয়েছেন। আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (স:) শেষ ও শ্রেষ্ঠ নবী। সমগ্র মানবজাতির কল্যাণেই উৎসর্গকৃত তাঁর বর্ণাঢ্য ও কর্মময় জীবন। তিনি শিখিয়েছেন সামাজিক ন্যায় বিচার, পরষ্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ভালাবাসা। মানুষকে সংযমী হওয়ার শিক্ষা দিয়েছেন, তেমনি ব্যক্তিগত জীবনেও তিনি এসবের চর্চা করেছেন। তাঁর কাছে মানুষ ছিল সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। তিনি আজ সোমবার বাদে এশা হযরত মা আয়েশা সিদ্দিকা ( রাঃ) সিটি কর্পোরেশন জামে মসজিদ প্রাঙনে ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উপলক্ষে বনলতা হাউজিং সোসাইটির উদ্যোগে আয়োজিত খতমে কোরান, বোখারী শরীফ, মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১১ নং দক্ষিণ কাট্যলী ওর্য়াড কাউল্সিলর অধ্যাপক মোঃ ইসমাইল বলেছেন এ কথা বলেন।
হযরত মা আয়েশা সিদ্দিকা ( রাঃ) সিটি কর্পোরেশন জামে মসজিদ খতিব আলহাজ্ব মাওলানা হাফেজ মাহবুবুর রহমান কাদেরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আরো বক্তব্য রাখেন হযরতুলহাজ্ব আল্লামা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী,মাওলানা হারুনুর রশিদ আল-কাদেরী,মোহাম্মদ শফিকুল ইসলাম,মোঃ সালাউদ্দিন, কলামিস্ট নুরুজাম্মান সান্টু,হাজী মন্জু,মোঃ মুজাহের,মোঃ সিরাজ,মোঃ আফজাল, আহম্মেদ হেলাল,মোঃ মহিউদ্দিন,মোঃ এস,আই,মিজানসহ মুসল্লী বৃন্দ ।