শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Add Your Heading Text Here

চমাশিহামেক-১১তম ব্যাচের ইন্টার্নী চিকিৎসকদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

Add Your Heading Text Here

Add Your Heading Text Here

 

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ১১ তম ব্যাচের নবাগত ইন্টার্নী চিকিৎসকদের শপথ গ্রহণ অনুষ্ঠান রবিবার ১৫ নভেম্বর -২১ ইং হাসপাতালের লেকচার গ্যালারীতে অনুষ্ঠিত হয়।

কলেজের প্রিন্সিপাল প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সভাপতি প্রফেসর এম এ তাহের খাঁন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ও মেডিকেল কলেজ গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান সৈয়দ মোঃ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরী, কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারী ডাঃ কামরুন নাহার দস্তগীর, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, জেনারেল সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খন্দকার বোরহান উদ্দিন, ডাঃ রজত শংকর রায় বিশ্বাস।ইন্টার্নী চিকিৎসকদের অভিভাবকদের পক্ষে সরকারী মহসিন কলেজের অধ্যাপক মোঃ আবুল হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন
কার্যনির্বাহী কমিটির অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, কার্যনির্বাহী কমিটির সদস্য এ এস এম জাফর, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ অলক কান্তি বিশ্বাস, ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ সাইফুদ্দিন সিদ্দিকী সুজা, চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ মোজাম্মেল হক শরিফি প্রমুখ ।

অনুষ্ঠানের শুরতে প্রফেসর এম এ তাহের খান নবাগত ইন্টার্নী চিকিৎসকদের শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে বক্তারা নবাগত চিকিৎসকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে ইন্টানী চিকিৎসকদের আগামী ১ বছর ইন্টার্নীশিপ ট্রেনিং যথাযথ ভাবে কাজে লাগানোর জন্য পরামর্শ দেয়া হয়। কারণ এই ১ বছর সময় তাদের হাতে কলমে অনেক কিছু শিখার সুযোগ রয়েছে। সভাতে তাদের ইন্টার্নী কোর্স কারিকুলাম/লগবই এর নির্দেশনা অনুযায়ী কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের লেকচারার ডাঃ মোঃ রকিবুল ইসলাম শাকিল ও ফরেনসিক মেডিসিন বিভাগের লেকচারার ডাঃ তাসনুভা নুজহাত চৌধুরী।

শেয়ার করুন