বাঁশখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বাঁশখালী পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট তোফাইল বিন হোসাইন। শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী ৪টি পৌরসভা এবং পঞ্চম ধাপের ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয়ভাবে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়।এতে বাঁশখালী পৌরসভায় এস এম তোফাইল বিন হোসাইনের নাম ঘোষণা করা হয়। বাঁশখালী উপজেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম তোফাইল বিন হোসাইন বাঁশখালী পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে তোফাইল বিন হোসাইন বাঁশখালী পৌরসভা নির্বাচনে নৌকার প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন স্ট্যাটাসে বেশ সরগরম হয়ে উঠেছে।বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন।
Citynews24.tv কে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট তোফায়েল বিন হোসাইন জানান অবহেলিত বাঁশখালী পৌরসভা কে একটি আধুনিক মডেল পৌরসভা বিনির্মাণে কাজ করে যাবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আস্থা এবং বিশ্বাসের জায়গায় তাঁকে মনোনীত করায় এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। জনগণের ভোটে নির্বাচিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে কাজ করার পাশাপাশি পৌরসভার প্রত্যেক গুণীজন ও আবালবৃদ্ধবনিতা কে সঙ্গে নিয়ে তাঁদের মতামতের ভিত্তিতে সমস্যা চিহ্নিত করে অবহেলিত জনপদের বাসিন্দাদের প্রত্যাশা পূরণে কাজ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।