রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে সরকারি পাহাড় দখল মুক্ত করল জেলা প্রশাসন

 

চট্টগ্রাম বাঁশখালীতে ভূমিদস্যু হতে সরকারি পাহাড় উদ্ধার করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে চট্টগ্রামের জেলা প্রশাসক। আজ ০৫ ডিসেম্বর ২০২১ দুপুর ১ টায় বাঁশখালী উপজেলা ভূমি অফিস এবং জলদী ইউনিয়ন ভূমি অফিস যৌথভাবে সরকারী খাস জমির উপর সাইনবোর্ড দিয়ে এই উদ্ধার অভিযান কার্যকর করেন। উক্ত অভিযানে এক একর জমি উদ্ধার হয়।

জানা যায়, স্থানীয় ভূমিদস্যুদের কবলে বেশ কিছু পাহাড় দখলে ছিল।

উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন, জলদী ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা চন্দন দাশ, বাঁশখালী উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ আমানাতুল মাওলা সহ বাঁশখালী ভূমি অফিসের কর্মচারী গণ।

সরকারি জমি উদ্ধার হওয়ার পরে কয়েকজন প্রত্যক্ষদর্শী সাথে কথা বললে তারা জানায়, সরকারের এই সিদ্ধান্তকে আমরা সবাই স্বাগত জানাই, এই জন্য যে আমাদের এলাকায় প্রতিনিয়ত দস্যুতা বেড়েই চলছে। বিশেষ করে যারা সরকারি পাহাড় কিংবা জমির উপর জোর করে বসবাস করছে তাঁরা আমাদের পাহাড়ি এলাকা গুলো তন্ন তন্ন করে ফেলতেছে যেমন, গর্জন বাগান গুলো নিপাৎ করেছে। শুষ্ক মৌসুম আসলে পাহাড়ের লাল মাটি বিক্রি করে অনেকে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ ও হয়ে গেছে। এই ভাবে সরকারি পাহাড় ও জমি উদ্ধার অভিযান অব্যাহত থাকলে হয়ত একদিন সব দস্যুতা সরকারের নিয়ন্ত্রণে চলে আসবে।

এই ব্যাপারে বাঁশখালী উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ আমানাতুল মাওলা বলেন, স্থানীয় ভূমিদস্যু সরকারি পাহাড় দখল করে রয়েছেন। সেগুলো আমরা আমাদের জেলা প্রশাসক মহোদয়ের আদেশক্রমে সাইনবোর্ড টাঙ্গিয়ে দিই। আমার জানা মতে আর ও এই রকম সরকারি ভূমি অনেকের দখলে রয়েছে। পর্যায়ক্রমে উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশ পাইলে সাথে সাথে আমরা কার্যকর করতে বাধ্য থাকব।

জলদী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকতা চন্দন দাশ বলেন, আমি একজন সরকারি কর্মচারী হিসাবে মাঝে মাঝে এই রকম সরকারি সম্পদ গুলো উদ্ধার করতে পারলে আমার মাঝে আত্মতৃপ্তি বেড়ে যায়।

আরও পড়ুন  চট্টগ্রাম-১১ আসনের নৌকার মাঝি হতে চান যে ২৯ জন ব্যক্তি
শেয়ার করুন