চট্টগ্রাম সমিতি ঢাকা (২০২২-২৩) নির্বাচন ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ঢাকা চট্টগ্রাম সমিতি ভবনে শুক্রবার ২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত অত্যন্ত সুশৃংখলভাবে সমিতির ভোটগ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচনে জয়নুল আবেদীন জামাল ও মোঃ শাহাদাত হোসেন হিরোর পূর্ণ পরিষদ বিজয় লাভ করে ।
আর এই দিকে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো প্রার্থী না থাকায় সভাপতি হিসেবে জয়নুল আবেদীন জামাল , সহ-সভাপতি হিসেবে ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম চৌধুরী, এ এম মনসুর উল আলম, মহিউল ইসলাম মহীম, তাজিকুুল উল হক চৌধুরী ও ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিকসহ সাধারণ সম্পাদক হিসেবে মোঃ শাহাদাত হোসেন( হিরো) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী ৪৫২ ভোট পেয়ে প্রথম, মাহমুদ সালাউদ্দিন চৌধুরী ৪৩৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে নির্বাচিত হন তাদের নিকটত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ ফরিদুল আলম ভোট পেয়েছেন ২৭৬ টি ।
অ্যাডভোকেট আনিচ উল মাওয়া আরজু ৪২৯ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ তোয়াহা চৌধুরী ভোট পেয়েছেন ২০৯ টি।
সাহিত্য ও সেমিনার বিষয়ক সম্পাদক হিসেবে সর্বোচ্চ ভোটের ব্যবধানে ৪৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার জাহিদ আবছার চৌধুরী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ হাসান আল মাহমুদ ভোট পেয়েছেন ১৯২ টি।
মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক হিসেবে ডাক্তার রেহেনা আক্তার ৪৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মূরশিদা সুলতানা চৌধুরি ভোট পেয়েছেন ২০৩ টি।
কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে ৫৩৫ ভোট পেয়ে পারভেজ মোহাম্মদ চৌধুরী প্রথম, ৫২৪ ভোট পেয়ে মোহাম্মদ পিয়ারু দ্বিতীয়, ৫১৫ ভোট পেয়ে আবরাজ নুরুল তৃতীয়, ৫০৭ ভোট পেয়ে এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী চতুর্থ, ৫০৪ ভোট পেয়ে মোহাম্মদ গিয়াস উদ্দিন খাঁন পঞ্চম, ৪৯৪ ভোট পেয়ে মোকছেদ আলম মনজু ষষ্ঠ, ৪৮৪ ভোট পেয়ে মোঃ বদিউল আলম
আলম সপ্তম, ৪৮৩ ভোট পেয়ে মোঃ আব্দুল হালিম অষ্টম, ৪৮২ ভোট পেয়ে শফিকুর রহমান শফিক নবম, ৪৭৯ ভোট পেয়ে মোহাম্মদ লোকমান ফারুকী দশম, ৪৬৫ ভোট পেয়ে মুহাম্মদ গিয়াস উদ্দিন এগার তম, ৪৬৩ ভোট পেয়ে মুহাম্মদ মামুনুর রশিদ রাসেল ১২তম ও ৪০২ ভোট পেয়ে মোমেন আকসা ১৩ স্থানে নির্বাচিত হয়েছেন।
এছাড়া আরো যেসকল পদে প্রার্থী না থাকায় সৈয়দ আলম -ক্রীড়া সম্পাদক, মোঃ তৌহিদুর রহমান- সাংস্কৃতিক সম্পাদক, আজম উদ্দিন তালুকদার- দপ্তর সম্পাদক,মোহাম্মদ মনসুর আলী চৌধুরী- স্বাস্থ্য ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মোঃ আবুল হাশেম -আইন বিষয়ক সম্পাদক, মহিউদ্দিন আহমেদ চৌধুরী-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও আলম ইশরাক চৌধুরী -মানবসম্পদ উন্নয়ন সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম সমিতি ঢাকার মোট ৩ হাজার ভোটার সংখ্যার অনুকূলে ৮ টা ভোট কেন্দ্রে স্থাপন করা হয় যেখানে মোট ভোট কাস্ট হয়েছে ৭শ টি।