রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

একদিনেই করোনার দাপটে আক্রান্ত ৮৪০৭ জন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনার ভাইরাসে দাপটে আক্রান্ত হয় ৮৪০৭ এবং মৃত্যুর সংখ্যা ১০ জনের।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়।

এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

উল্কাপিন্ডের গতিতে করোনাভাইরাস ক্রমান্বয়ে দিন দিন বেড়েই চলছে। সবচেয়ে দীর্ঘস্থায়ী ভাইরাসের নাম করোনাভাইরাস। পুরো বিশ্বের অর্থনৈতিক চাকার মেরুদন্ড কে লন্ডভন্ড করে দিয়েছে এই ভাইরাস।

ইতিপূর্বে সংক্রমণের হার নিম্ন পর্যায়ে ছিল এতে জনমনে স্বস্তির আবাস ফিরে পেলেও পুনরায় ভাইরাসের আক্রান্ত পরিমাণ দিন দিন বৃদ্ধি পাওয়াতে সাধারণ জনমনে বেশ হতাশ আর দুশ্চিন্তা লক্ষ্য করা যাচ্ছে।

আরও পড়ুন  পাইলট নওশাদ কাইয়ুম মারা গেছেন,CITYNEWS24.TV
শেয়ার করুন