মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বর্ণাঢ্য আয়োজনে বাকের আলী ফকির টেক দোকান মালিক সমিতির সাধারণ সভা

বর্ণাঢ্য আয়োজনে নগরীর ৩৮ নম্বর ওয়ার্ড বাকের আলী ফকিরের টেক দোকান মালিক সমিতির বার্ষিক সাধারন সভা বনভোজন ও মতবিনিময় সভা_২১ (শনিবার) ২২ জানুয়ারি-২১ দুপুর ১০ টায় নগরীর স্থানীয় নুর মহল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ সফি আলম বাদশাহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মোরশেদ এম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা চসিক প্যানেল মেয়র সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা কালাম ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মনজুর কাদের, মোহাম্মদ ইমরুল কায়েস শাহিন ও মোহাম্মদ সেলিম ।
আফরোজা কালাম বলেন সঠিক সময়ে সমিতির সাধারণ সভা নির্বাচনের দিন তারিখ ঠিক করার মাধ্যমে সমিতির স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য চলমান পরিচালনা পর্ষদের ভূয়সী প্রশংসা করেন, একই সাথে আগামী নির্বাচনে সকল সদস্যদের মতামতকে প্রাধান্য দিয়ে নতুন পরিচালনা পর্ষদ করে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার আহ্বান জানান।
এসময় সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্পষ্টতায় বলেন ২০১৪ সালে ব্যবসায়ীদের সুবিধার্থে লক্ষ্যে এই সংগঠনের অগ্রযাত্রা। বিগত সময়ে পরিচালনা পর্ষদ কে সঙ্গে নিয়ে যেসব উন্নয়ন কর্মকাণ্ড করেছেন তা দৃশ্যত এসব বিচার বিশ্লেষণ করবেন সমিতির সদস্যরা। আগামী নির্বাচনে ১৫ পদে সদস্যরা তাঁদের পছন্দের প্রার্থীকে বেছে নিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করবে এমনটাই প্রত্যাশা তাঁদের।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ জিয়াউল হক ,সাংগঠনিক সম্পাদক হাজী আবুল হোসেন সুমন, সহ-অর্থ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, আইন বিষয়ক সম্পাদক টিটু কুমার শীল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ জাহিদুল আলম , সমাজ কল্যাণ সম্পাদক নূর মোহাম্মদ, প্রচার সম্পাদক মোঃ হারুন ,সহ-প্রচার সম্পাদক দীপক কুমার শীল, কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন টিটু, মোহাম্মদ আরিফুল ইসলাম ,কামরুল ইসলাম বাদশা ,মোহাম্মদ মনির আহমদ ,মোহাম্মদ হাফিজ উদ্দিন ,মোহাম্মদ ইব্রাহিম ও মোহাম্মদ আলী প্রমুখ।
এছাড়াও উক্ত সভায় ২০২১ অর্থবছরে আয়-ব্যয়ের হিসাব বিবরণ পেশ করার পাশাপাশি সভায় গঠনতন্ত্রের দুটি ধারার আংশিক সংশোধনী প্রস্তাবনা ও আগামীর ত্রি-বার্ষিক কার্যকরী পরিষদ নির্বাচন-২২ সম্ভাব্য তারিখ ২৫ মার্চ-২২ ও নির্বাচন কমিশন গঠন সম্পর্কিত প্রস্তাব সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে পাশ করেন সংগঠনের সভাপতি সফি আলম বাদশা।
প্রকাশ করা হয়।
সমিতির সর্বোচ্চ সঞ্চয় দাতা ৫ জন ও অ্যাক্টিভ ৬৫ সদস্যদেরকে সম্মাননা পুরস্কার এ ভূষিত করা হয়। পরে মতবিনিময় সভা, র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ এর মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।
শেয়ার করুন