আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্ব বারখাইন গ্রামের মধ্যম বাড়ীর সম্প্রীতি, ভাতৃত্ববোধ , মেধা ও শিক্ষা বিস্তার
৬ষ্ঠ বারের মতো শীতকালীন গ্রামীণ খোয়াভাতি ও পারিবারিক সম্প্রীতি সম্মিলন মিলনমেলা ২০২২ শুক্রবার ২১ জানুয়ারি-২২ ইংরেজি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পর্ষদের ভাইস -প্রেসিডেন্ট প্রকৌশলী মো. জাবেদ আবছার চৌধুরী।
এ সময় তিনি বলেন ভৌগলিক অবস্থানগত দিক দিয়ে বর্তমানে আনোয়ারা উপজেলার একটি গুরুত্বপূর্ণ এলাকা। সরকারের কর্মযজ্ঞ উন্নয়নের বঙ্গবন্ধু টানেল নির্মিত হয়ে গেলেই এতদঞ্চলে বহুজাতিক কোম্পানির শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। এক সময়ে আনোয়ারার প্রান্তিক জনগোষ্ঠীরা বহু কষ্ট করে পড়ালেখা করতে হত কিন্তু সভ্যতার বিবর্তনের ফলে বর্তমানে এখন আর কষ্ট করতে হয়না। আগামী প্রজন্মদেরকে সত্তিকারের মেধা বিকাশের মাধ্যমে স্বশিক্ষিত জাতি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে পিতা মাতার প্রচেষ্টার বিকল্প নেই।
তিনি আরোও বলেন আনোয়ারার প্রান্তিক জনগোষ্ঠী কেউ চিকিৎসা খরচ বহন করতে না পারলে তাঁদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, কেএসআই ইয়াংওয়ানের নির্বাহী কর্মকর্তা মো. দিদার হোসাইন, বহুজাতিক কোম্পানীর সহকারী ম্যানেজার আশরাফুল ইসলাম রিফাত, সংবর্ধীত ইউপি মহিলা সদস্য শামীমা আকতার ও সদস্য মোহাম্মদ মুছা।
কর্মসূচির মধ্যে ছিল কবিতা আবৃত্তি, ইসলামী সংগীত, দেশাত্মবোধক, যেমন খুশি তেমন সাঁজ, উপস্থিত কুইজ ও কৌতুক প্রতিযোগিতাসহ এসএসসি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করার পাশাপাশি যেসব গৃহিনী সাংসারিক কার্যক্রমের সাথে পড়ালেখা চালিয়ে যাচ্ছে তাদেরকে বিশেষ শিক্ষা সম্মাননা প্রদান করার মাধ্যমে ২০২২ সালে আগত নবজাতক শিশুদের ফুল দিয়ে বরণ এবং বারখাইন ইউপির নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য শামীমা আকতার ও সদস্য মোহাম্মদ মুছাকে ফুলেল সংবর্ধনা এবং উপস্থিত দর্শকদের সম্মানে র্যাফেল কূপন ড্র অনুষ্ঠিত হয়।
সংবাদটির পাঠক সংখ্যা : ১২১