সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গুরুজনকে সম্মান করা আমাদের দায়িত্ব-এবিএম ফজলে করিম চৌধুরী

আমাদের সমাজে অসংখ্য মানুষ রয়েছে, যারা নীরবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। নীরবে কাজ করে আসা এসব গুণীজনকে সম্মানিত করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। গত ২৭ জানুয়ারি-২২ ইংরেজি বৃহস্পতিবার রাউজানের নোয়াজিশপুর ইউনিয়ন পরিষদ থেকে তিন গুণী মানুষকে দেওয়া এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এই অভিমত ব্যক্ত করেন।
স্থানীয় চেয়ারম্যান এম সরোয়ার্দ্দি সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৩ গুনি জনকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধিতরা হলেন  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, কার্যনির্বাহী সদস্য ডা. ফজল করিম বাবুল ও আলমগীর পারভেজ।
সংবর্ধিত অতিথি মোঃ রেজাউল করিম আজাদ বলেন জনগণের অর্থে পরিচালিত মা ও শিশু হাসপাতাল নানাবিধ কর্মযজ্ঞের সাথে ক্যানসার ইনস্টিটিউটের কাজ চলমান রয়েছে। এই হাসপাতাল বিনির্মাণে আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১২০ কোটি টাকা। সমাজের বিত্তবানরা যদি ক্যান্সার হাসপাতাল বিনির্মাণে সহযোগিতার হাত বাড়ান অচিরেই একটি আধুনিক মডেল ক্যান্সার হাসপাতাল চট্টগ্রাম বার্ষিকী উপহার দিতে পারবেন যেখান থেকে সকল শ্রেণী পেশার মানুষ চিকিৎসাসেবা নিতে পারবে।
সংবর্ধিত অতিথিরা সভায় রাউজানের মানুষের কল্যাণে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।সভায় বিশেষ অতিথির বক্তব্য  রাখেন ওসি আবদুল্লাহ আল হারুন, প্রবাসী আলহাজ্ব ফরিদুল আলম, নজরুল ইসলাম চৌধুরী, আহসান হাবিব হাসান প্রমুখ।
শেয়ার করুন