রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চমাশিহায় “স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের” খাবার ও মাক্স বিতরণ

মুহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম, মহানগর।।

স্বপ্নযাত্রী ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী, মানবতাবাদি ও যুব উন্নয়ন মূলক সংগঠন।২০১৬ সালে আনোয়ারা মালঘর থেকে কিছু উদ্যমী তরুণদের আন্তরিক প্রচেষ্টায় এই সংগঠনের অগ্রযাত্রা।

সংগঠনটির নিয়মিত নানাবিধ কর্মসূচির অংশ বিশেষ ৩১ জানুয়ারি-২২ ইংরেজি (সোমবার) চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের রোগীদেরকে উন্নতমানের খাবার ও মাক্স বিতরণ করা হয়।
বিতরণ কর্মসূচিতে সংগঠনের উপদেষ্টা মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ও পাবলিক রিলেশনশিপ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরী অংশ গ্রহণ করেন এবং হাসপাতালের রোগীদের খোঁজখবর নেন । সংগঠনের পক্ষ থেকে রোগীদেরকে উন্নতমানের খাবার তুলে দিয়ে মাক্স ও পরিধান করে দেন।
এসময় তিনি বলেন “স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের” সারা বাংলাদেশে ১ হাজার সাধারণ সদস্য ও ১০ হাজার স্বেচ্ছাসেবক কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় মানবতাবাদি বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মণিকোঠায় স্থান করে নিয়েছে এই সংগঠন, যা সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখে। তাঁদের এসব কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি সংগঠনের যে কোনো মানবিক ভালো কর্মকাণ্ডের উদ্যোগ গ্রহণে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
“স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের”কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মাহমুদ বলেন সংগঠনটি এখন চট্টগ্রামে নয় সারা বাংলাদেশে ৪১ টি ইউনিটের মাধ্যমে ২১টি প্রজেক্ট এর কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো শিক্ষা বিস্তারে সোনাদিয়া দ্বীপে ১টি ও রাঙ্গামাটি উপজেলায় ২টি বিদ্যাপীঠে কাজ করে যাচ্ছে ,অভুক্তদের মুখে খাদ্য তুলে দেওয়া ,নিয়মিত রক্তদান কর্মসূচি , স্থায়ী ব্লাড গ্রুপিং নির্ণয় ক্যাম্প, চিকিৎসাবঞ্চিত ভবঘুরেদেরকে সাধারণ চিকিৎসাসেবা আওতায় এনে বিভিন্ন হাসপাতালে শিক্ষা সেবা নিশ্চিত করার পাশাপাশি ব্যতিক্রম আরেকটি উদ্যোগ হচ্ছে সদস্যদের যেকোনো কারো জন্মদিনের উৎসবে সাধারণ ভবঘুরে ও অসহায় মানুষের মুখে খাবার তুলে দিয়ে কেক কাটার মাধ্যমে জন্মদিনের উৎসব পালন করেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক সাফায়েত রায়হান শিহাব, আনোয়ারা শাখার প্রচার সম্পাদক মামুন-উর-রশিদ তারেক, ও স্বেচ্ছাসেবক হাসনাত করিম ,কুতুবদিয়া শাখার আহ্বায়ক ইমতিয়াজ উদ্দিন ও স্বেচ্ছাসেবক মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।
আরও পড়ুন  কো‌ভিড-১৯ নিয়ন্ত্রণে না এলে ১ সপ্তাহে পরিস্থিতি করুণ হয়ে যাবে: স্বাস্থ্য অধিদপ্তর
শেয়ার করুন