রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কারী সেনায়তালি ও আরব টোনা (রহ) স্মৃতি সংসদের উদ্যোগে মিলাদুন্নবী (স:) মাহফিল 

 

বাঁশখালী উপজেলা ৯ নং গন্ডামারা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে হযরত শাহ সুফি কারী সেনায়তালী ও শাহ সুফি আরব টোনা (রহ:) স্মৃতি সংগঠনের উদ্যোগে ২৩ তম জশনে জুলুসে পবিত্র ঈদে মিলাদুন্নবী’ (স:) শনিবার ৫ জানুয়ারি-২২ ইংরেজি বাদে মাগরিব কারী সেনায়নেতালী (রহ:) মাজার সংলগ্ন সম্মুখ মাঠে অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব ডা: শাহ আলম সিকদারের সভাপতিত্বে মিলাদুন্নবী (স:) মাহফিলের প্রথম অধিবেশনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং গন্ডামারা ইউনিয়ন যুবলীগের সভাপতি আকতার হোসাইন সিকদার মিয়া।
এ সময় প্রধান অতিথি ছিলেন,পশ্চিম বড়ঘোনা জমিদার বাড়ির কৃতিসন্তান জামাল উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা সৈয়দ মাহবুবুল হক আল কাদেরী (নুরে বাংলা)। বিশেষ বক্তা ছিলেন আলহাজ্ব আবু তাহের তৈয়বী।
মাহফিলের দ্বিতীয় অধিবেশনে উদ্বোধক ছিলেন ৫ নং ওয়ার্ডের মেম্বার কামাল উদ্দিন সিকদার,এতে প্রধান অতিথি ছিলেন ৯ নং গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী, প্রধান মেহমান ছিলেন একই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মাষ্টার শামসুল আলম সিদ্দিকী।
প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা গাজী আবুল কালাম বয়ানী।
বিশেষ বক্তা ছিলেন হযরত মাওলানা অধ্যক্ষ আবু ছাদেক রেজভী আল কাদেরী।
মাহফিল পরিচালনা করেন মাওলানা ওবায়দুল্লাহ তাহেরি ও মোহাম্মদ দেলোয়ার হোসেন রাজু।
মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বশির আহমেদ,আবুল হোসেন সিকদার (আবু), ডা: মোরশেদুল আলম, জাকের চোকিদার ,ফজল করিম, আবদু শুক্কুর ,মোহাম্মদ ওসমান ও খোরশেদুল আলম প্রমুখ।
মাহফিলে আগত বক্তারা কোরআন, হাদিস ,ইজমা, কিয়াসের ভিত্তিতে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শানে বয়ান, আউলিয়া কেরামের বেলায়েত ও ইসলামের সঠিক বিধি-বিধান পরিপালনের উপর দিক নির্দেশনামূলক গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন। এসময় এলাকা ও এলাকার বাইরের  নবী ও আউলিয়া প্রেমি হাজার হাজার মুসলিম তাওহীদি জনতা উপস্থিত ছিলেন।
মাহফিলের আগত সকল রেসালাত ও তাওহীদি অনুরাগীদের জন্য তাবারুকের আয়োজন করা হয়।
পরিশেষে সমগ্র মুসলিম উম্মার জন্য দোয়া, মোনাজাত ও সালাতুস সালাম মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হয়।
আরও পড়ুন  বাঁশখালীতে ভারী বর্ষ‌ণে ৩৬ গ্রাম লন্ডভন্ড, পা‌নি ব‌ন্দি হাজা‌রো ও মানুষ
শেয়ার করুন